রবিবার , ১২ সেপ্টেম্বর ২০২১ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

আইপিএল খেলতে না পারার ভয়ে ভারত টেস্ট বাতিল করেছে: মাইকেল ভন

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১২, ২০২১ ১০:৩৫ পূর্বাহ্ণ
আইপিএল খেলতে না পারার ভয়ে ভারত টেস্ট বাতিল করেছে: মাইকেল ভন

Spread the love

আইপিএলে খেলার উদ্দেশ্যেই ভারতীয় দল ম্যাচ শুরুর স্রেফ ঘণ্টা দুয়েক আগে ম্যানচেস্টার টেস্ট বাতিল করেছে বলে দাবি করেছেন ইংল্যান্ডের সাবেক এ অধিনায়ক মাইকেল ভন। বিষয়টি যুক্তি দিয়ে দাবি করে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফে কলাম লিখেছেন ভন।

আইপিএল শুরুর সময় এবং পঞ্চম টেস্ট শেষের সময়টা উল্লেখ করে টুইটারেও ক্ষোভ ঝেড়েছেন ভন।

ভন লিখেছেন—  ‘আইপিএলের দলগুলো খেলোয়াড়দের নিতে প্লেন ভাড়া করছে। সংযুক্ত আরব আমিরাতে গিয়ে ছয় দিন কোয়ারেন্টানে থাকতে হবে। টুর্নামেন্ট শুরু হতে বাকি সাত দিন, দয়া করে বলবেন কি, আইপিএল ছাড়া অন্য কোনো কারণে টেস্ট বাতিল হয়েছে?

এ ছাড়া দ্য টেলিগ্রাফে নিজের কলামে ভন আরও লিখেছেন— ‘কোভিড-১৯ আক্রান্ত হয়ে আইপিএল খেলতে না পারার ভয়ে ছিলেন ক্রিকেটাররা। সত্যি কথা বলতে— এটা পুরোটাই অর্থ ও আইপিএলের কারণে। টেস্ট বাতিল করা হয়েছে। কারণ খেলোয়াড়রা কোভিডে আক্রান্ত হয়ে আইপিএল খেলতে না পারার ভয়ে ছিল।’

ম্যানচেস্টার টেস্ট বাতিল করায় লাভটা হয়েছে ভারতের। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ম্যাচে মাঠে না নেমেই সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া।

আইপিএলের বাকি অংশ শুরু আগামী ১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে। ফাইনালসহ বাকি এখনও ৩১ ম্যাচ।

সর্বশেষ - প্রবাস