দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে নুরে আলম ভুট্টু নামে এক বাংলাদেশি যুবককে খুন করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার দোকানের মালামাল এবং নগদ অর্থ লুট করে নেওয়া হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়ালের স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দুজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
নুরে আলম ভুট্টু (৩৮) দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।
হত্যার বিষয়টি নিশ্চিত করে মারুকা ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান তালুকদার বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা প্রবাসী ব্যবসায়ী নুরে আলম ভুট্টুকে হত্যা করেছে বলে আমি জেনেছি। আমি সার্বক্ষণিক তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। সেখানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে হত্যার পর তার ব্যবসাপ্রতিষ্ঠান লুট করেছে বলে জেনেছি। এ ঘটনায় নুরে আলম ভুট্টুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।