কপালের ঠিক মাঝখানে অস্ত্রোপচার করে বসানো হয়েছে গোলাপি রঙের হিরে। যার দাম ১৭৫ কোটি টাকা। শখের বসে ওই হিরা কপালে বসিয়েছিলেন আমেরিকার র্যাপার লিল উজি ভার্ট। কিন্তু এ বার সেই হিরেই কপাল কেটে ছিনিয়ে নেয়া ছবি ভাইরাল হচ্ছে।
জানা যায়, মায়ামিতে রোলিং লাউড ফেস্টিভ্যালে শো করতে গিয়েছিলেন লিল। শো করার সময় মঞ্চ থেকে দর্শকদের মাঝে নেমে আসার পর তাকে ঘিরে ধরেন ভক্তরা। তাদের মধ্যে থেকেই কেউ ওই হিরা চুরি করেছে বলে অভিযোগ উঠেছে।
লিল আরও জানান, এই মহামূল্যবান হিরা কেউ যেন চুরি করতে না পারে সে জন্যই কপালে বসিয়েছিলেন তিনি।
তিনি বলেন, ২০১৭ সালে এই হিরাটি চোখে পড়ে। তার পর থেকেই হিরাটি কেনার সিদ্ধান্ত নিই। ১৭৫ কোটি টাকায় সেটি গয়না ডিজাইনার ইলিয়ট এলিয়েন্টের কাছ থেকে কিনে নিই।
গত ফেব্রুয়ারিতে অস্ত্রোপচার করে কপালে হিরাটি লাগিয়েছেন লিল। ১১ ক্যারেটের হিরেটির বিমাও করিয়েছিলেন। সূত্র: আনন্দবাজার।