সোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সাকিবের মোহামেডানে মুশফিক-মাহমুদউল্লাহও

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
সাকিবের মোহামেডানে মুশফিক-মাহমুদউল্লাহও

Spread the love

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে সাকিব আল হাসানকে ভিড়িয়ে গত আসরে চমকে দিয়েছিল মোহামেডান স্পোর্টিং লিমিটেড। এবার আরও শক্তিশালী দল নিয়ে নামতে যাচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি।

ইতোমধ্যে দলটি ভিড়িয়েছে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও অন্যতম ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডের নেতৃত্বে ছিলেন মুশফিক। আর গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে মুশফিকদের সঙ্গে চুক্তি করেছে মোহামেডান। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান বেনজীর আহমেদের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

মুশফিক-মাহমুদউল্লাহ ছাড়াও আছেন গাজী গ্রুপের হয়ে আগের আসরে খেলা বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলা মেহেদী হাসান মিরাজও।

গত আসরে যোগ দেওয়া সাকিব-তাসকিনও থাকছেন মোহামেডানেই। তাই বলাই যায় এবার শক্তিশালী দল গড়ে ট্রফি জয়ের লক্ষ্যেই মাঠে নামছে দলটি।

মোহামেডানের হয়ে  যারা খেলবেন: পারভেজ হোসেন ইমন, আব্দুল মজিদ, রনি তালুকদার, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, সোহরাওয়ার্দী শুভ, নাজমুল ইসলাম অপু, রুবেল মিয়া, সাগর (উইকেটরক্ষক), আবু জায়েদ চৌধুরী রাহি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইয়াসিন আরাফাত মিশু, শাকিল (উইকেটরক্ষক), এনামুল, সালাউদ্দিন শাকিল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আরিফুল ইসলাম (অনূর্ধ্ব-১৯ মিডল অর্ডার ব্যাটসম্যান), ইপন (অনূর্ধ্ব-১৯ লেগ স্পিনার)।

সর্বশেষ - প্রবাস

Translate »