শুক্রবার , ১৭ সেপ্টেম্বর ২০২১ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি, নতুন অধিনায়ক কে?

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ১৭, ২০২১ ৮:২৫ পূর্বাহ্ণ
টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন কোহলি, নতুন অধিনায়ক কে?

Spread the love

বেশ কয়েকদিন ধরে চলা গুঞ্জনই সত্যি হলো। টি২০ বিশ্বকাপের পর এই ফরম্যাটে বিরাট কোহলিকে আর ভারতের নেতৃত্ব দিতে দেখা যাবে না। 

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। 

তিনি জানান, কাজের চাপ কমিয়ে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য কোচ রবি শাস্ত্রীসহ ঘনিষ্ঠজনের সঙ্গে পরামর্শ করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

কোহলি বলেন, ‘এই সিদ্ধান্তে আসতে আমার অনেক সময় লেগেছে। আমার কাছের মানুষ, রবি ভাই (কোচ) এবং রোহিত, যে কিনা লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ, সবার সঙ্গে অনেক সময় নিয়ে বোঝাশোনা ও আলোচনার পরই অক্টোবরে দুবাইয়ে টি২০ বিশ্বকাপের পর টি২০ ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড সচিব জয় শাহ এবং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি নির্বাচকদের সঙ্গেও আমি কথা বলেছি। নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়েই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটের সেবা করে যাব।’ 

বিবৃতিতে কোহলি আরও বলেন, ‘কাজের চাপ কতটুকু নেওয়া উচিত, সেটা বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ৮-৯ বছর ধরে ক্রিকেটার হিসেবে এবং ৫-৬ বছর ধরে অধিনায়ক হিসেবে আমাকে যে অসহনীয় চাপ নিতে হয়েছে, এরপর এখন এসে আমার মনে হচ্ছে ভারতের টেস্ট ও ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য পুরোপুরি তৈরি হতে আমার নিজেকে কিছুটা ছাড় দেওয়া উচিত। টি২০ অধিনায়ক থাকার সময় আমি দলের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সামনের দিনগুলোতে টি২০ দলের জন্য একজন ব্যাটসম্যান হিসেবে নিজের সবটুকু দিতে চাই।’ 

কোহলির জায়গায় নেতৃত্বে কে?

বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর ভারতের টি২০ নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কোহলি তার বিবৃতিতে সেই আভাসই দিয়েছেন।

বিসিসিআই সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিশ্বকাপপরবর্তী রঙিন জার্সির দলের নেতৃত্ব দিতে দেখা যাবে আইপিএলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক হিসেবে দুর্দান্ত রোহিত শর্মা। তার নেতৃত্বে ৫টি আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস।  এ ছাড়া কোহলি চোট-বিশ্রামে নানা সময়ে জাতীয় দলের নেতৃত্বেও রোহিত পেয়েছেন সাফল্য।  তার নেতৃত্বে ২০১৮ নিদাহাস ট্রফি ও এশিয়া কাপ জয় করে ভারত। আর কোহলির নেতৃত্বে এখনও ধরা দেয়নি কোনো ট্রফি।

ভারতীয় ক্রিকেটের উপদেষ্টা কমিটির প্রধান মদন লাল যদিও মনে করেন কোহলীর পর কে অধিনায়ক হবেন তা নিয়ে কোনও আলোচনার প্রয়োজন নেই। তিনি বলেন, পরের অধিনায়ক রোহিত । এটা নিয়ে আলোচনার কোনও দরকারই নেই। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে ওর সাফল্য রয়েছে। আগামী দিনে ভারতীয় ক্রিকেট কী ভাবে এগিয়ে যাবে তা জয় শাহ বলে দিয়েছে। রোহিত সহ-অধিনায়ক ছিল, কোহলির সঙ্গে কাজ করে ওর অভিজ্ঞতাও বেড়েছে।

টি-টোয়েন্টি অধিনায়ক কে হবেন তা নিয়ে কোনও চিন্তা না থাকলেও মদন লাল মনে করেন নির্বাচকদের ভেবে রাখা উচিত একদিনের ক্রিকেটে পরবর্তী অধিনায়ক কে হবেন।

মদন লাল বলেন, নির্বাচকরা একদিনের ক্রিকেটের অধিনায়ক নিয়ে আলোচনা করে কি না সেটা দেখতে হবে। এখনও অবধি কোহলি টেস্ট এবং একদিনের ক্রিকেটে ভালোভাবেই নেতৃত্ব দিয়েছে। কোনও আইসিসি ট্রফি না জিতলেও একটা শক্তিশালী দল গড়েছে ও। রোহিত কেমন নেতৃত্ব দিচ্ছে সেই দিকেও নজর রাখতে হবে। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে ও যদি ভাল নেতৃত্ব দেয় তবে নির্বাচকদের আলোচনায় উঠে আসবে রোহিত।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত

ইতালিতে ‘নব্য-ফ্যাসিস্ট’দের মৃত্যুবার্ষিকী পালন, বিরোধীদের নিন্দা

কমলা হ্যারিসের বাড়ি বিক্রি হলো ১৬ কোটিতে

কমলা হ্যারিসের বাড়ি বিক্রি হলো ১৬ কোটিতে

বাংলাদেশ থেকে পরিচ্ছন্নতা কর্মীসহ দক্ষ-অদক্ষ শ্রমিক নিতে আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া

বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশের নারীরা

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণ আফ্রিকা থেকে আসা ২৪০ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

সবাই জমি-ক্ষমতা পেতে ব্যস্ত, বিচারে ফোকাস নেই: অ্যাটর্নি জেনারেল

যুক্তরাষ্ট্র প্রবাসী‌দের বৈধ পথে রে‌মিট্যান্স পাঠা‌নোর আহ্বান

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক আহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক আহত

‘অতীত ভুলে’ তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে চায় আরব আমিরাত

‘অতীত ভুলে’ তুরস্কের সঙ্গে সম্পর্ক গড়তে চায় আরব আমিরাত

৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ

৬০ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ

Translate »