মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ফ্রিল্যান্সাররাও পাবেন ৪% নগদ সহায়তা

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২১, ২০২১ ৬:৪৮ পূর্বাহ্ণ
ফ্রিল্যান্সাররাও পাবেন ৪% নগদ সহায়তা

Spread the love

চলতি ২০২১-২২ অর্থবছরে রপ্তানির বিপরীতে নগদ সহায়তা প্রাপ্তিতে নতুন করে আরও চারটি খাত যুক্ত হচ্ছে। খাত চারটি হলো দেশে উৎপাদিত চা, বাইসাইকেল ও বাইসাইকেলের যন্ত্রাংশ, এমএস স্টিল পণ্য ও সিমেন্ট শিট। প্রতিটি পণ্য রপ্তানির বিপরীতে ৪ শতাংশ সহায়তা দেওয়া হবে। নতুন এ চার পণ্য যুক্ত হওয়ার ফলে এখন নগদ সহায়তাপ্রাপ্ত রপ্তানি পণ্যের সংখ্যা হবে ৪২।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ গতকাল সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পাশাপাশি চলতি অর্থবছর থেকে ব্যক্তিপর্যায়ের ফ্রিল্যান্সারদেরও ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। তবে এই সহায়তা পাওয়ার জন্য আয় যে দেশে এসেছে, তার সত্যতা নিরূপণে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ছাড়পত্র লাগবে। ফ্রিল্যান্সারদের অর্থ দেশে আসার ৩৬০ দিনের মধ্যে নগদ সহায়তার জন্য আবেদন করতে হবে।

দেশের বাইসাইকেল রপ্তানিতে নেতৃত্ব দিচ্ছে মেঘনা গ্রুপ। ১৯৯৬ সালে ঢাকার তেজগাঁওয়ে সরকারি কারখানা কিনে সেখানে বাইসাইকেল তৈরি করছে প্রতিষ্ঠানটি। মেঘনা গ্রুপের পরিচালক মো. লুৎফুল বারী প্রথম আলোকে বলেন, সাইকেলের কাঁচামাল আনতে ১৫-৪৫ শতাংশ শুল্ক দিতে হয়। সেই হিসাবে ৪ শতাংশ নগদ সহায়তা দিয়ে কিছুই হবে না। শুল্ক কমিয়ে বা ১৫ শতাংশ নগদ সহায়তা দিলে বাইসাইকেল উৎপাদকেরা প্রকৃত সুবিধা পেত।

বর্তমানে মেঘনার পাশাপাশি প্রাণ-আরএফএল গ্রুপ, আলিটা, ফায়ার-ফক্স ও জার্মান বাংলা কোম্পানি বাইসাইকেল রপ্তানি করে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে নতুন চার খাতকে যুক্ত করার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলের পণ্য রপ্তানিতেও নগদ সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশেষায়িত অঞ্চলের (বেজা, বেপজা ও হাইটেক পার্ক) বিদ্যমান সহায়তার আওতা বাড়ানো হয়েছে। বিদ্যমান সুবিধা ছাড়াও বিশেষায়িত অঞ্চলের ‘এ’ টাইপ ও ‘বি’ টাইপ প্রতিষ্ঠানের প্রক্রিয়াজাত কৃষিপণ্য রপ্তানির বিপরীতে ৪ শতাংশ হারে নগদ সহায়তা দেওয়া হবে। বিশেষায়িত অঞ্চলের সব ক্যাটাগরিভুক্ত প্রতিষ্ঠান দেশের বাইরে অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ১ শতাংশ হারে রপ্তানি প্রণোদনা সহায়তা পাবে।

এ ছাড়া ফ্লোট গ্লাস শিট, ওপাল গ্লাস ওয়্যার, কাস্ট আয়রন ও অ্যালুমিনিয়াম ইঞ্জিনিয়ারিং পণ্য, হালকা প্রকৌশল পণ্য রপ্তানি ভর্তুকির জন্য বিবেচিত হবে। পাশাপাশি উচ্চ প্রযুক্তিসম্পন্ন পণ্য (কম্প্রেসর) এবং এইচসিএফসিমুক্ত রেফ্রিজারেটর ইলেকট্রনিক পণ্য হিসেবে কনজিউমার ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স খাতের আওতায় রপ্তানি ভর্তুকি পাবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রযোজ্য সব খাতে নগদ সহায়তা/রপ্তানি ভর্তুকি/প্রণোদনা সহায়তাপ্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট রপ্তানির বিপরীতে ন্যূনতম ৩০ শতাংশ দেশীয় মূল্য সংযোজন থাকতে হবে। আর নগদ সহায়তার জন্য ১৮০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

সর্বশেষ - প্রবাস