মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর ২০২১ | ২রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২১, ২০২১ ৬:৫১ পূর্বাহ্ণ
লিবিয়ার বাংলাদেশি স্কুল পরিদর্শন করলেন নবনিযুক্ত রাষ্ট্রদূত

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান সস্ত্রীক ১৮ সেপ্টেম্বর ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। স্কুল ও কলেজের কার্যকরী পরিষদের সভাপতি ও দূতাবাসের কাউন্সেলর (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবির কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে অতিথিদের স্বাগত জানান এবং ছাত্রছাত্রীরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় রাষ্ট্রদূতকে।

কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে রাষ্ট্রদূত স্কুল ও কলেজের কার্যকরী পরিষদ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মতবিনিময় করেন। এ ছাড়াও তিনি স্কুলের বিভিন্ন শ্রেণিকক্ষ পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন।

লিবিয়ার প্রথম এবং এখন পর্যন্ত টিকে থাকা একমাত্র বাংলা স্কুল ‘বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজ’—যার যাত্রা শুরু হয় ১৯৮০ সালে। বাংলাদেশ দূতাবাসের সহায়তায় ও একটি কার্যকরী পরিষদের পরিচালনায় ৪১ বছর ধরে বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে আরব বসন্তের ছোঁয়া গৃহযুদ্ধ কিংবা উত্তাল রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে আজও সগর্বে লিবিয়ার মাটিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এ বিদ্যালয়টি।

সর্বশেষ - সাহিত্য

Translate »