শুক্রবার , ২৪ সেপ্টেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ব্রাজিল থেকে খাবার নিতে চান বরিস, দাবি বলসোনারোর

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৪, ২০২১ ৯:৫৩ পূর্বাহ্ণ
ব্রাজিল থেকে খাবার নিতে চান বরিস, দাবি বলসোনারোর

Spread the love

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রাজিলের সঙ্গে  ‘জরুরি ভিত্তিতে’ খাবার আমদানির চুক্তি করতে চান। গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠকে বরিস জনসন তাঁকে এই অনুরোধ জানান। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন বলসোনারো। তবে ব্রাজিলের ব্রিটিশ দূতাবাস বলছে, বলসোনারোর বক্তব্য সঠিক নয়। খবর রয়টার্সের

 জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। সেই অধিবেশনের ফাঁকে এই দুই নেতার বৈঠক হয়েছে। 

বলসোনারো তাঁর সাপ্তাহিক পডকাস্টে বলেন, বরিস জনসনের প্রস্তাব কৃষিমন্ত্রী তেরেজা ক্রিস্টিনার কাছে পৌঁছে দিয়েছেন তিনি। তবে যুক্তরাজ্য কী কী খাবার ব্রাজিল থেকে আমদানি করতে চায়, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জইর বলসোনারো বলেন, ইংল্যান্ডে যেসব খাবারের ঘাটতি রয়েছে, সেসব খাবার জরুরি ভিত্তিতে আমদানি করতে চান বরিস জনসন।

তবে বলসোনারোর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছে ব্রাজিলে ব্রিটিশ দূতাবাস। এই দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বলসোনারো যা বলেছেন, তা সঠিক নয়। এ ছাড়া বলসোনারোর কার্যালয়ের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

যুক্তরাজ্যে সম্প্রতি প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দিয়েছে। এর ফলে বেশ কিছু সার কারখানা বন্ধ হয়ে গেছে। খাদ্য উৎপাদনেও এর প্রভাব পড়েছে। পরিস্থিতি সামাল দিতে পোলট্রি ও অন্যান্য মাংসের উৎস খুঁজছে যুক্তরাজ্য সরকার

সর্বশেষ - প্রবাস

Translate »