রবিবার , ৬ মার্চ ২০২২ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৬, ২০২২ ১:২২ পূর্বাহ্ণ
যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি: পররাষ্ট্রমন্ত্রী

Spread the love

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত থাকার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা শান্তি চাই, সে জন্য আমরা যুদ্ধ চাই না। আমরা যুদ্ধের বিরুদ্ধে। যুদ্ধের সপক্ষে আমরা ভোট দিইনি।’

 রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এসব কথা বলেন

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা শান্তিপূর্ণ মীমাংসার কথা বলেছি। আমরা জাতিসংঘেও একই কথা বলেছি। আমরা বলেছি, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। শান্তির মাধ্যমে, আলোচনার মাধ্যমে যাতে সমাধান হয়। আমরা ইউএন চার্টারে বিশ্বাস করি। যাতে সেটা ফলো করা হয়, সেটার জন্য বলেছি।’

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে হামলার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কে জাহাজে বোমা মেরেছে, আমরা জানি না। রাশিয়া দুঃখ প্রকাশ করেছে। আগুন আমাদের নাবিকেরা নিভিয়েছেন। খুব বড় ড্যামেজ হয়নি। যেহেতু নাবিকেরা ভয় পাচ্ছেন, সেহেতু আমরা তাঁদের উঠিয়ে নিয়ে আসছি।’

এ সময় রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন বন্ধের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অবস্থার পরিপ্রেক্ষিতে দেখা যাক কী হয়। বিভিন্ন তথ্য পাচ্ছি। বিশ্লেষণ করছি। আরও বিস্তারিত আসবে, আমরা সেভাবে কাজ করব। দেশের জন্য যেটা মঙ্গল, সেটা করা হবে।’

সর্বশেষ - প্রবাস

Translate »