আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন নারী ক্রিকেটার জেমিমা রডরিগেজ। সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১ হাজার রান করার রেকর্ড গড়েন ভারতীয় তারকা মিডল অর্ডারে ব্যাট করেন।
বৃহস্পতিবার তিনি ভেঙে দেন ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেলরের রেকর্ড। জেমিমা ২১ বছর ৩২ দিন বয়সে এমন নজির গড়েন। স্টেফানি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করেছিলেন ২১ বছর ১১১ দিন বয়সে।
কারারা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ব্যাট করার সময় এমন অনবদ্য নজির গড়েন জেমিমা। মাইলস্টোনে পৌঁছতে ভারতীয় তারকার দরকার ছিল ২৪ রান, যা তিনি অনায়াসে সংগ্রহ করে নেন।
এই ম্যাচের আগে টি-২০ ক্যারিয়ারে জেমিমার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৭ ম্যাচের ৪০টি ইনিংসে ৯৭৬ রান। কারারা ওভালে তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত ৪৯ রানে। ৪৮ ম্যাচের ৪১ ইনিংসে জেমিমার সংগ্রহ দাঁড়ায় ১০২৫ রান