শুক্রবার , ৮ অক্টোবর ২০২১ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

পাকিস্তান সফর বাতিলের জেরে ইসিবি চেয়ারম্যানের পদত্যাগ

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ৮, ২০২১ ১১:৪৩ পূর্বাহ্ণ
পাকিস্তান সফর বাতিলের জেরে ইসিবি চেয়ারম্যানের পদত্যাগ

Spread the love

পাকিস্তানে খেলতে গিয়ে মাঠে নামার ঠিক আগে নিরাপত্তা শঙ্কায় সফর বাতিল করে দেয় নিউজিল্যান্ড, ফিরে যায় দেশে। যা দেখে ভয়ে ইংল্যান্ডও একই কাজ করেছে। যার দায় চুকাতে হলো ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) চেয়ারম্যান ইয়ান ওয়াটমোরকে।

প্রবল সমালোচনার মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ইসিবির প্রধান। ৬৩ বছর বয়সী ওয়াটমোর বোর্ডের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। জানিয়েছেন, ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পরই পদ ছেড়ে দেবেন।

ইসিবির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৩ মাসের মাথায় সরে যেতে হচ্ছে ওয়াটমোরকে। অথচ তার সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ ছিল পাঁচ বছরের।

চলতি মাসের শেষের দিকেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের পুরুষ ও নারী ক্রিকেট দলের। রাওয়ালপিন্ডিতে ১৩ এবং ১৪ অক্টোবর দুটি টি-টোয়েন্টি খেলার সূচি নির্ধারিত ছিল তাদের। নারী দল এরপর আবার একটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলতো।

কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট দলের হঠাৎ সফর বাতিল করার সিদ্ধান্ত দেখে নড়েচড়ে বসে ইসিবি। তারপর জানিয়ে দেয়, পাকিস্তান সফরে দল পাঠাচ্ছে না তারা।

এমন ঘোষণার পর খোদ ইংল্যান্ডেই সমালোচনার ঝড় বইতে থাকে। খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করেই ইসিবি কীভাবে এত বড় একটি সিদ্ধান্ত নিলো, সেই প্রশ্ন উঠে জোরেসোরেই।

অবশেষে চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন ওয়াটমোর। ইসিবির বিদায়ী চেয়ারম্যান বলেন, ‘ইসিবির চেয়ারটা ছাড়তে হচ্ছে ভেবে খারাপ লাগছে। তবে আমি বুঝেশুনেই নিজের ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। কেননা আমি খেলাটাকে খুব ভালোবাসি।’

সর্বশেষ - প্রবাস

Translate »