বয়সটা ৩৯ পেরিয়েছে। কে বলবে? মাঠের পারফরম্যান্স কিংবা ফিটনেস-সব দিক দিয়েই তরুণদের সঙ্গে সমানে সমান টক্কর দেওয়ার সামর্থ্য আছে শোয়েব মালিকের।
পাকিস্তানের বিশ্বকাপ দলে শুরুতে জায়গা হয়নি। তবে শোয়েব মাকসুদের ইনজুরির কারণে শেষ মুহূর্তে ঢুকে যেতে পারেন এই ব্যাটিং অলরাউন্ডার। পাকিস্তানি গণমাধ্যমগুলো সেই ইঙ্গিতই দিচ্ছে।
এদিকে বিশ্বকাপের আগেই অনন্য এক রেকর্ডে নাম জড়ালেন শোয়েব মালিক। বৃহস্পতিবার এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ফরমেটে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলতে গিয়ে এই মাইলফলকে পা রেখেছেন ৩৯ বছর বয়সী মালিক।
১১ হাজার রানে পৌঁছতে শোয়েব মালিকের লেগেছে ৪১১ টি-টোয়েন্টি ইনিংস। এশিয়ার প্রথম এবং বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে এই ক্লাবে ঢুকেছেন পাকিস্তানি অলরাউন্ডার।
মালিকের আগে এই রেকর্ড আছে যে দুজনের, দুজনই ওয়েস্ট ইন্ডিজের নামকরা ব্যাটার। একজন হলেন ক্রিস গেইল, অপরজন কাইরন পোলার্ড।