শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাবরের পাশে দাঁড়াতে বাংলাদেশকে ‘অপমান’ সালমান বাটের

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৬:১৯ পূর্বাহ্ণ
বাবরের পাশে দাঁড়াতে বাংলাদেশকে ‘অপমান’ সালমান বাটের

Spread the love

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে বাবর আজমের করাচি কিংস এখন পর্যন্ত  ৮টি ম্যাচ খেলে ফেললেও জয়ের দেখা পায়নি। টানা আট ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে তার দলের। এতে অনেকেই দায়ী করছেন বাবরকে। তবে দলের ব্যর্থতায় বাবরকে দোষারোপ না করে উল্টো ধোনি, পন্টিংকে টেনে আনলেন সালমান বাট। আসলে বলা ভালো, বাবরকে রক্ষা করতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে ‘অপমান’ করে বসলেন তিনি।

পিএসএলে করাচি কিংস দলটির অধিনায়ক আবার পাকিস্তান জাতীয় দলের তিন ফরম্যাটেই নেতৃত্ব দেওয়া বাবর। করাচি ও বাবরের ব্যর্থতা ঢাকতে বাংলাদেশ ক্রিকেট দলের প্রসঙ্গ টেনে আনেন সালমান বাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের এই সাবেক ওপেনার জানান, ধোনি কিংবা পন্টিংয়ের মতো কিংবদন্তীদের বাংলাদেশের কোচ করা হলেও তারা বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে না। 

তিনি বলেন, আমি তা বলব না (বাবর অধিনায়ক হিসেবে খারাপ)। পাকিস্তানের অধিনায়কও তিনি। এখন আপনি যদি এমএস ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক করেন, তারাও বিশ্বচ্যাম্পিয়ন হবে না। যদি আপনাকে কিছু পরিবর্তন আনতে হয় তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধরতে হবে।

তিনি আরও যোগ করেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আপনার স্কোয়াডে সঠিক ভারসাম্য না থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন না। তেমনি-ই বাবর টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে এই খেলোয়াড়দের পেয়েছে। যে কারণে দলের মধ্যে কোনো বিশেষত্ব নেই। তাই আপনি যত শক্তিশালী পরিকল্পনাকারীই হন না কেন, সাফল্য সম্ভব নয়।

নিজেকে বড় করতে গিয়ে অন্যকে ছোট করার অভ্যাস মানুষের অনেক আগে থেকেই। এবার তা ক্রিকেট হোক কিংবা কারো ব্যক্তিগত জীবন। অতীতে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে অনেকেই কটুক্তি ছেন। তবে বিগত পাঁচ-ছয় বছরে বাংলাদেশ দল নিয়ে ধারণা বদলেছে ক্রিকেট বিশ্বের। তবে এখনও সেই পুরনো অভ্যাসে আটকে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাট। 

প্রসঙ্গত,  ২০১০ সালে ইংল্যান্ড সফরে ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত থাকায় পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন বাট। সেই নিষেধাজ্ঞায় বাটের সঙ্গী ছিলেন পাকিস্তানের দুই পেসার মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফ। নিষেধাজ্ঞা কাটিয়ে আমির জাতীয় দলে ফিরলেও বাট ফিরতে পারেননি। তখন থেকে নানা বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন তিনি।

সর্বশেষ - প্রবাস

Translate »