সোমবার , ১১ অক্টোবর ২০২১ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘পাকিস্তান বিশ্বের যে কোনো দলকে হারাতে সক্ষম’

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১১, ২০২১ ১০:০৮ পূর্বাহ্ণ
‘পাকিস্তান বিশ্বের যে কোনো দলকে হারাতে সক্ষম’

Spread the love

পাকিস্তানের তারকা পেসার হাসান আলি বলেছেন, পাকিস্তান বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। রোববার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটি জানান হাসান আলি। 

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে ১১৩ ম্যাচে অংশ নিয়ে ২০৪ উইকেট শিকার করা হাসান আলি বলেন, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলটি ভারসাম্যপূর্ণ। আমাদের এই দল বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে। তবে ফল আমাদের হাতে নেই যে, ট্রফি নিয়ে বাসায় ফিরব। তবে আমরা নিশ্চিত করতে পারি যে, আমরা প্রতিটি খেলায় লড়াই করব। আমাদের সেরাটা উজাড় করে দেব।

২৭ বছর বয়সি এ ডানহাতি পেসার আরও বলেন, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের প্রথম দুই ম্যাচ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। আমাদের আত্মতৃপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। আমরা এই ম্যাচ দুটি হালকাভাবেও নিতে পারব না। আমরা জয় দিয়েই বিশ্বকাপ অভিযান শুরু করতে চাই। খেলায় চাপ আছে, থাকবে। আমরা সবাই পেশাদার এবং জানি কীভাবে এটি মোকাবিলা করতে হয়। 

তিনি আরও বলেন, আমি আমার দলের পেস আক্রমণের নেতৃত্ব দিতে চাই এবং অনুকরণীয় পারফরম্যান্স করতে চাই। সংযুক্ত আরব আমিরাতের উইকেট সবসময় ধীরগতির। এখানে খুব কমই ম্যাচে ২০০ রানের ইনিংস হয়। 

সর্বশেষ - প্রবাস