রবিবার , ২০ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান কিউ সলিউশনের কার্যালয় উদ্বোধন

প্রতিবেদক
Probashbd News
ফেব্রুয়ারি ২০, ২০২২ ৫:১৮ পূর্বাহ্ণ
কাতারে বাংলাদেশি প্রতিষ্ঠান কিউ সলিউশনের কার্যালয় উদ্বোধন

Spread the love

কাতারে করোনা পরিস্থিতি দিন দিন স্বাভাবিক হতে চলেছে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২২-এর প্রস্তুতিও শেষ পর্যায়। এদিকে কাতারে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের দরজা খুলতে শুরু করেছে এতে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। 

এই ধারাবাহিকতায় কাতার প্রবাসী বাংলাদেশি তরুণ উদ্যোক্তা মাহবুব আলম এবং আবু সালেহ মিঠুর ব্যাবসায়িক প্রতিষ্ঠান রয়েল গালফ ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানির কিউ সলিউশন ইভেন্ট ম্যানেজমেন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে

বৃহস্পতিবার রাতে দোহায় মনতাজা রিতাজ বিল্ডিংয়ে অবস্থিত এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে কাতার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির গণ্যমান্য নেতারা উপস্থিত ছিলেন।

রয়েল গালফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মাহবুব আলম এবং পরিচালক আবু সালেহ মিঠু উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, প্যান্ডামিক পরিস্থিতে আমরা ৪০০ জনের অধিক বাংলাদেশি প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টি করতে পেরছি। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসাতে ব্যবসা বাণিজ্যের গতি সঞ্চার হয়েছে। বাংলাদেশি এই কোম্পানি আগামীতে কাতারে প্রবাসীদের কর্মসংস্থানে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার লাকি কুমারি, বাহদুর শাহ রিপন, আবুল খায়ের, প্রজেক্ট ম্যানেজার মো. রিপন, বিপুজিত মজুমদার বিসুসহ ব্যবসায়ী এবং সামাজিক নেতারা।

তারা আশা প্রকাশ করেন, নতুন ব্যবসা সম্প্রসারণে কাতারের বাজারে বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে যাবে।

সর্বশেষ - প্রবাস

Translate »