জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, সরকার সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ফায়দা লুটতে চায়, এটা ঘটিয়েছে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য। সাম্প্রদায়িকতাকে আমরা ’৭২ সালে কবর দিয়েছি। সরকারের সদিচ্ছা থাকলে মন্দিরে একটি ইটের টুকরোও পড়ত না। দেশের জনগণের প্রতি এ সরকারের কোনো দায়বদ্ধতা নেই।
বুধবার দুপুরে ফেনী শহরের জয় কালি মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
চলতি সপ্তাহের শনিবার ফেনীর জয় কালী মন্দির ও বড় মসজিদের মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
এ সময় জেএসডি সভাপতি বলেন, নাসির নগরের বিচার হয়নি, রামুর ঘটনার বিচার হয়নি। বিচার হয় না বলেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। তদন্তে দলীয় নেতাদের নাম আসলেই ঘটনা ধামাচাপা পড়ে যায়। এ দেশে সংখ্যালঘুদের দলীয় স্বার্থে ব্যবহার করা হয়। তাদের দাবার গুটি বানানো হয়। তাদের সম্পত্তি গ্রাস করার জন্য পরিকল্পিতভাবে হামলা করা হয়। এসব ঘটনা সাম্প্রদায়িক সমস্যা নয়, জাতীয় সমস্যা।
এসময় আরও উপস্থিত ছিলেন দলের কার্যকরী সভাপতি সাবেক বিচারক আনিছুর রহমান খান কামাল, সহসভাপতি বেগম তানিয়া রব, জাতীয় আইনাজীবী জোটের আহ্বায়ক অ্যাডভোকেট কে এম জাবির, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।