মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, চীন যদি হামলা চালায় তাহলে তাইওয়ানের নিরাপত্তা রক্ষার জন্য মার্কিন সেনারা এগিয়ে আসবে। তাইওয়ানের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমেরিকার প্রতিশ্রুতি রয়েছে বলে মন্তব্য তিনি।
বৃহস্পতিবার রাতে সিএনএনের সাংবাদিক অ্যান্ডারসন কুপার প্রেসিডেন্ট জো বাইডেনকে জিজ্ঞেস করেন, আপনি কী বলছেন যে, চীন হামলা করলে তাইওয়ানের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য মার্কিন সেনারা এগিয়ে যাবে? জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন- “হ্যাঁ, তাইওয়ানের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমাদের অঙ্গীকার রয়েছে।”
এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের ভূখণ্ড মনে করে চীন এবং তাইওয়ানের ওপর পরিপূর্ণ সার্বভৌমত্ব দাবি করে আসছে বেইজিং। বিশ্বের বেশিরভাগ দেশ চীনের এই নীতিকে সমর্থন করে আসছে। আমেরিকাও সবসময় এক চীন নীতিকে সমর্থন দিয়েছে তবে সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকা সেই অবস্থান থেকে সরে এসেছে।
চীনের আপত্তি উপেক্ষা করে তাইওয়ানকে যেমন সামরিক শক্তিতে শক্তিশালী করছে আমেরিকা তেমনি দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করছে।
সূত্র: রয়টার্স।