শনিবার , ২৩ অক্টোবর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

রবিবার পায়রা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৩, ২০২১ ১:৩১ অপরাহ্ণ
রবিবার পায়রা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

Spread the love

আগামীকাল রবিবার দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ ও সর্ববৃহৎ পায়রা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিকনফারেন্সের মাধ্যমে সেতুর উদ্বোধন করবেন তিনি। এই সেতুটি চলাচলের জন্য খুলে দেয়ায় শরীয়তপুর থেকে পর্যটন শহর কুয়াকাটা এবং পায়রা সমুদ্র বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এই পথে এখন আর কোনো ফেরি নেই। পদ্মাসেতু চালু হলে ঢাকা থেকে কুয়াকাটায় সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

জানা গেছে, রবিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করবেন। উদ্বোধনের পরই যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম চারলেনের সেতু। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করেই পায়রা সেতু নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক প্রকৌশালী আবদুল হালিম।

তিনি জানান, সেতু খুলে দেয়ার পর শরীয়তপুরের কাঁঠালবাড়ি থেকে কুয়াকাটার সঙ্গে প্রায় ২১৩ কিলোমিটার সড়কের নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে। স্থানীয়দের অর্থনৈতিক সমৃদ্ধি, পর্যটন শিল্পের বিকাশ এবং পায়রা সমুদ্র বন্দরের ব্যবহার বাড়বে। সর্বোপরি দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে। পটুয়াখালী-বরগুনা জেলাসহ উপকূলীয় ১০ উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

করোনাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নির্ধারত সময়ে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড এন্ড ব্রিজ কোম্পানি লিমিটেড সেতুর কাজ শেষ করতে পারেনি। তিন দফায় প্রকল্পের সময় বাড়ানোর পর আগষ্ট মাসে কাজ শেষ হয়। কিন্তু করোনার কারনে দফায় দফায় বিধিনিষেধে উদ্বোধনের তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। এই সেতু নির্মাণ দক্ষিনাঞ্চলবাসীর কাছে প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিল। ২০১৩ সালের ১৯ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৬ সালের ১২ এপ্রিল সড়ক ও জনপথ অধিদপ্তরের সঙ্গে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান লংজিয়ান রোড এন্ড ব্রিজ কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি হয়। ২০১৬ সালের ২৪ জুলাই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রথমে সেতুর নির্মাণ কাজের জন্য ৩৩ মাস সময় বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে ৫ বছরে ৩ দফায় কাজের মেয়াদ বাড়ানো হয়। আগামী ৩১ অক্টোবরের মধ্যে সেতুর কাজ শেষ করার জন্য সময় নির্ধারিত রয়েছে। কিন্তু প্রকল্পের সবাই নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়েছে। সেতুর সৌন্দর্যবর্ধন সহ সব ধরনের আনুষাঙ্গিক কাজ ইতিমধ্যেই শেষ হওয়ায় সেতুটি এখন উদ্বোধনের সময় গুনছে।

সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী আবদুস সবুর গত ৪ জুন পায়রা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন। তিনি জানান, সেতুটি নির্মাণের ক্ষেত্রে গুনগত মানের ব্যাপারে কোনো আপোষ করা হয়নি। ২০০ মিটার করে দীর্ঘ দুটি স্প্যান এই সেতুতে বসানো হয়েছে। নদীর তলদেশে ১৩০ মিটার দীর্ঘ পাইল বসানো হয়েছে। ১ হাজার ৪৪৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত এই সেতুর অনুমোদিত নকশা অনুসারে পায়রা সেতুর দৈর্ঘ্য ১ হাজার ৪৭০ মিটার এবং প্রস্থ ১৯ দলমিক ৭৬ মিটার। সেতুর এপ্রোচ সড়কের দৈর্ঘ্য প্রায় ১ হাজার ৩০০ মিটার। ডিজিটাল পদ্ধতিতে সেতুর টোল আদায়ের জন্য পটুয়াখালী প্রান্তে টোল প্লাজা নির্মাণ করা হয়েছে। ভরা জোয়ারের সময়ও পায়রা সেতুর নিচ দিয়ে পণ্য ও জ্বালানীবাহী সমুদ্রগামী জাহাজ নিবিঘ্নে চলাচল করতে পারবে।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া

ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিহত করল সিরিয়া

বাধা পেরোনোর দৌড়ে বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের সিডনির

বাধা পেরোনোর দৌড়ে বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের সিডনির

লন্ডনে ২৩ বছর আগের ধর্ষণকাণ্ডে বাংলাদেশির কারাদণ্ড

লন্ডনে ২৩ বছর আগের ধর্ষণকাণ্ডে বাংলাদেশির কারাদণ্ড

বৃষ্টি আর জোয়ারের পানিতে প্লাবিত অর্ধশত চরসহ নিম্নাঞ্চল

কিয়েভে রাশিয়ান সাংবাদিক নিহত

মতপ্রকাশের স্বাধীনতার লড়াকু দুই সাংবাদিক পেলেন শান্তিতে নোবেল

মতপ্রকাশের স্বাধীনতার লড়াকু দুই সাংবাদিক পেলেন শান্তিতে নোবেল

রেল ট্রানজিট নিয়ে যারা সমালোচনা করছে, তারা ১৯৭১ সালে পাকিস্তানের দালালি করেছে – প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড

জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে বাংলাদেশির কারাদণ্ড

ইতালিয়ান পার্লামেন্টে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা

ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও পরিবারের ১০ একর জমিসহ সম্পত্তি জব্দের আদেশ

Translate »