সোমবার , ৫ জানুয়ারি ২০২৬ | ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ভেনেজুয়েলা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্যের আহ্বান কিউবার

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ৫, ২০২৬ ৯:১৬ অপরাহ্ণ

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হস্তক্ষেপকে কেন্দ্র করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোর প্রতি সার্বভৌমত্ব রক্ষায় একযোগে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে কিউবা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রগুলোর জোট সেলাকের প্রতি এই আহ্বান জানান।

রোববার সেলাকের এক জরুরি শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ব্রুনো রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ একটি ঐতিহাসিক ও অস্তিত্বগত হুমকি, যা রাজনৈতিক ও আদর্শিক সব সীমা ছাড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, লাতিন আমেরিকা কোনো বিতর্কিত এলাকা নয় এবং এই অঞ্চল কোনো শক্তির সম্পত্তি নয়। এই অঞ্চলের সার্বভৌমত্ব কেবল এখানকার জনগণের।
ভেনেজুয়েলাভিত্তিক সংবাদমাধ্যম টেলেসুর এ তথ্য জানিয়েছে।

 

সর্বশেষ - সাহিত্য