বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ১৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জয়শঙ্করের ঢাকা সফরকে রাজনৈতিকভাবে দেখার সুযোগ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Probashbd News
জানুয়ারি ১, ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরকে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জয়শঙ্করের ঢাকা সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে কোনো বার্তা আছে কি না—এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি পজিটিভ ইমেজ শুধু বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও রয়েছে।

তিনি বলেন, দল-মত নির্বিশেষে সব শ্রেণির মানুষের মাঝেই খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা রয়েছে, যা দক্ষিণ এশিয়ার সবাই স্বীকার করে। সে কারণেই তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ স্বাভাবিক। ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সেই কারণেই ঢাকায় এসেছিলেন। তিনি খুব সংক্ষিপ্ত সফর করে চলে গেছেন। এটি একটি শিষ্টাচার মাত্র, এর বেশি কিছু খোঁজার প্রয়োজন নেই।

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে—জানতে চাইলে মো. তৌহিদ হোসেন বলেন, এস জয়শঙ্করের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে, সেখানে কোনো রাজনৈতিক আলোচনা ছিল না। সবার সামনেই সংক্ষিপ্ত কথা হয়েছে এবং সেখানে কোনো দ্বিপাক্ষিক বিষয়ও আলোচনায় আসেনি।

জয়শঙ্করের সফরের ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান টানাপোড়েন কমবে কি না—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার উত্তর ভবিষ্যতেই পাওয়া যাবে।

এদিকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনার প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, দিল্লির ভারতীয় হাইকমিশনারকে ডেকে আনা হয়নি। তিনি অফিসিয়াল কাজেই ঢাকায় এসেছেন।

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তাকে শেষ শ্রদ্ধা জানাতে পরদিন ৩১ ডিসেম্বর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

 

সর্বশেষ - সাহিত্য