সৌদি আরবের কারাগারে বন্দি স্বজনদের মুক্তির জন্য বাইডেনের সহায়তা চাইলেন দেশটির সাবেক গোয়েন্দামন্ত্রী হিসাহ আল-মুজাইনির মেয়ে সাদ আল-জাবরি।
মার্কিন টিভি চ্যানেল সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে এ মানবিক সহায়তা চান। খবর মিডলইস্ট আইয়ের।
সাদ আল-জাবরি বলেন, আমার বাবার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা অভিযোগ এনেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এ ছাড়া আমাদের অনেক স্বজনকে বিভিন্ন অজুহাতে কারাগারে বন্দি রাখা হয়েছে।
তাদের মুক্তির জন্য সিএনএনের মাধ্যমে তিনি বাইডেনের কাছে পরিবারে কারামুক্তির জন্য সহায়তা চান।
সাদ আল-জাবরি ২০১৮ সালে সৌদি থেকে কানাডায় পালিয়ে কানাডা চলে যান। তিনি বলেন, আমরা অনেক ভয়ের মধ্যে আছি। সৌদি যুবরাজের এ ধরনের অপতৎপরতা বন্ধ হলে আমরা শান্তিতে থাকতে পারব না। আমরা এখন চরম নিরাপত্তহীনতায় ভুগছি।
তিনি বলেন, বিনা দোষে সারাহ ও ওমর নামে আমার দুই ভাইবোন এবং স্বামী সালেমকে কারাগারে বন্দি করে রেখেছে সৌদি সরকার।
কারাগারে তার স্বামীকে নির্যাতন করে সব সম্পত্তি লিখে দিতে হুমকি দেওয়া হচ্ছে। সব কিছু লিখে দিলে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এর আগে কানাডায় নির্বাসিত সৌদির সাবেক গোয়েন্দাপ্রধান মার্কিন গণমাধ্যমকে বলেছিলেন, ২০১৪ সালে যুবরাজ তার চাচা তৎকালীন সৌদি বাদশাহ আব্দুল্লাহকে হত্যা করতে চেয়েছিলেন।