শুক্রবার , ২৯ অক্টোবর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ, যুক্তরাজ্যের ট্রলার জব্দ ফ্রান্সের

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ২৯, ২০২১ ৯:৩৬ পূর্বাহ্ণ
জলসীমায় অনুপ্রবেশের অভিযোগ, যুক্তরাজ্যের ট্রলার জব্দ ফ্রান্সের

Spread the love

জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে যুক্তরাজ্যের একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে ফরাসি কোস্টগার্ড। ব্রিটিশ জলসীমায় জেলেদের প্রবেশের অনুমতি না দেওয়ার পাল্টা জবাবে ট্রলার জব্দ করেছে ফ্রান্স।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মাছ ধরতে ব্রিটিশ ট্রলার কর্নেলিস গার্ট জেন প্রবেশ করে ফ্রান্সের উত্তরাঞ্চলীয় সমুদ্রসীমায়। নিজেদের জলসীমায় অনুমোদনহীন জলযানের উপস্থিতি টের পেয়ে একে থামিয়ে কাগজপত্র দেখতে চায় ফরাসি কোস্টগার্ড। তবে বৈধ কোনো কাগজ না থাকায় ট্রলারটিকে জব্দ করে তীরে নিয়ে যায় কোস্টগার্ড।

ফ্রান্সের ভাষ্য, ব্রিটিশ ট্রলারটি তাদের সমুদ্রসীমায় কাগজপত্র ছাড়া প্রবেশ করে মাছ ধরার চেষ্টা করছিল।

ট্রলার জব্দের বিষয়টিকে দুঃখজনক বলেছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। আর শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী। পাশাপাশি বিষয়টি নিয়ে উত্তেজনা কমাতে ইউরোপীয় ইউনিয়নের টেবিলেও আলোচনা হয়েছে।

এর আগেরদিন বুধবার ব্রিটিশ জলসীমায় ফ্রান্সের জেলেদের প্রবেশের অনুমতি চাইলে তা নাকচ করে দেয় যুক্তরাজ্য। এরপর পরই ফ্রান্স জানায়, নভেম্বরের ২ তারিখ থেকে ব্রিটিশ পণ্য বহনকারী জলযানকে ফ্রান্সে প্রবেশ করতে হলে গুনতে হবে অতিরিক্ত শুল্ক। যা যুক্তরাজ্যে চলমান জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
Translate »