গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস তুরস্কের সঙ্গে বৈরি সম্পর্ক নিয়ে বলেছেন, গঠনমূলক আলোচনার জন্য আমার দরজা সবসময় খোলা রয়েছে।
শনিবার এ তথ্য জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদ মাধ্যম হুরিয়াৎ ডেইলি নিউজ।
দুই অ্যাথেন্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জার্মানির বিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক যৌথ প্রেস বিফিংয়ে ফ্রান্স প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় দুই নেতার মধ্যে ফ্রান্সের করোনা পরিস্থিতি ও করোনা পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দুই নেতার মধ্যে গ্রিস ও তুর্কির সম্পর্কের বিষয়ে আলোচনা হয়।
মাঝেমধ্যেই তুরস্কের সঙ্গে সম্পর্ক খারাপের বিষয়টি প্রসঙ্গ উঠলে গ্রিস প্রধানমন্ত্রী বলেন, গঠনমূলক আলোচনার জন্য আমার দরজা সবসময় খোলা রয়েছে।
এ সময় মার্কেল বলেন, উত্তেজনা কমানো ও সংলাপের পক্ষে আপনার দৃঢ় অবস্থানের বিষয়ে আমি জানি।
গ্রিসের প্রধানমন্ত্রীর মতে, এক দশক আগে বিদায়ী জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রথম যে দেশটিতে সফরে গিয়েছিলেন তার থেকে গ্রিস একটা ভিন্ন দেশ।