ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার বিকারাবাদ জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।
সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ভিকারাবাদ–হায়দরাবাদ মহাসড়কের চেভেলায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, যাত্রীবোঝাই একটি বাস মিরজাগুদা থেকে রাঙ্গারেড্ডি যাচ্ছিল। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন।
তেলেঙ্গানা পুলিশ সূত্রে জানা গেছে, একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি উল্টে গিয়ে পাথরগুলো বাসের ওপর পড়ে। ঘটনাস্থলেই বহু যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।










