রবিবার , ১৯ অক্টোবর ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া সর্বনিম্ন ২০০০ টাকা নির্ধারণ

প্রতিবেদক
Probashbd News
অক্টোবর ১৯, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫ শতাংশ (সর্বনিম্ন ২ হাজার টাকা) দেওয়ার বিষয়ে সম্মতি দিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই চিঠি দেয়। আগামী ১ নভেম্বর থেকে এই আদেশ কার্যকর হবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে আন্দোলন করছেন। তারা ৫ শতাংশ বাড়ি ভাড়া দেওয়ার প্রস্তাব আগেই প্রত্যাখ্যান করেছেন। এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ অষ্টম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষক-কর্মচারীরা। প্রজ্ঞাপনে ২০ শতাংশ বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

অর্থ মন্ত্রণালয়ের এই নির্দেশনায় কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছেএই বাড়ি ভাড়া পরবর্তী জাতীয় বেতনস্কেল অনুসারে সমন্বয় করতে হবে; বর্ধিত এই বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে কোনো বকেয়া পরিশোধ করা হবে না।
মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, এই অর্থ বিতরণে কোনো অনিয়মের জন্য বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে।

সর্বশেষ - সাহিত্য

Translate »