কুয়েতের রাওদা এলাকায় আফ্রিকান দূতাবাসের একটি ভবন থেকে ২৩ বছর বয়সী এক বাংলাদেশি পড়ে যায়। দ্রুত অ্যাম্বুলেন্সে স্থানীয় মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শনিবার (৩০ অক্টোবর) এ ঘটনা ঘটে। বাংলাদেশি ওই নাগরিকের মরদেহ ফরেনসিক বিভাগে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগে একই দূতাবাসে কর্মরত তার বাবার সঙ্গে মতবিরোধ হয়েছিল। অন্য একটি সূত্র জানাই ছেলেটির মানসিক সমস্যা ছিল। এর আগেও আত্মহত্যা করতে চেয়েছিল।
এ নিয়ে পুলিশ একটি মামলা দায়ের করেছে। মামলাটি তদন্তের জন্য কর্তৃপক্ষের কাছে স্থানান্তর করা হয়েছে।