আগের বছরের তুলনায় সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স প্রবাহ ২১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকের দেওয়া তথ্যের আলোকে জানা যায়, গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিলো ১ হাজার ২৯৩ মিলিয়ন ডলার।
এদিকে, সেপ্টেম্বর মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স প্রবাহ ২১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৫৭৪ মিলিয়ন ডলারে পৌঁছেছে।
চলতি অর্থবছরে গত জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা ৬ হাজার ৪৭৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ৪৩১ মিলিয়ন ডলার।

                    



                                                

                                    