বর্তমানে অভিনয়ে খুব একটা সক্রিয় নন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কয়েক মাস ধরে একটি প্রতিষ্ঠানে চাকরি করছেন তিনি। সময়–সুযোগ মিললে অভিনয়ে যুক্ত হন, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। সম্প্রতি দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী, যা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লিখেছেন, “এমন এক দেশে জন্মেছি, যেখানে কার কাছে বিচার চাইব, জানি না।” দেশের চলমান দুর্নীতি ও বিশৃঙ্খলার চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, “এক পক্ষের বড় নেতারা টাকা লুট করে পালিয়ে যাচ্ছে, অন্যরা জুলাই সিডিআই লিখে শোক পালনের চেষ্টা করছে। আবার কেউ কেউ ডোনেশন, চাঁদাবাজি, হাদিয়া নিয়ে নিজেদের লাভের রাস্তা ঠিক করছে।”
এক ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক
নিজেকে একজন সাধারণ নাগরিক হিসেবে উল্লেখ করে ফারিয়া বলেন, “আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে শুধু রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ দোষারোপ করে বলে ‘ডলার খেয়েছেন’, আরেক পক্ষ বলে ‘ফ্যাসিস্টদের দোসর’। কেউ আবার প্রশ্ন তোলে, এত দিন চুপ ছিলেন কেন?” হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, “এই সবুজ পাসপোর্ট নিয়ে এখন কেউ ভিসাও দিচ্ছে না। তাহলে আমরা যাব কোথায়?”
এর আগে জুন মাসেও দেশের রাজনৈতিক নৈরাজ্য নিয়ে ক্ষোভ ঝেড়েছিলেন এই অভিনেত্রী। তখন তিনি জানিয়েছিলেন, দেশের রাজনীতি নিয়ে আর কোনো মন্তব্য করবেন না। তার ভাষায়, “আমরা জাতি হিসেবে এতটাই বেহায়া ও নির্লজ্জ যে, যত আন্দোলনই হোক, যত সরকারই বদলাক—কেউ আমাদের দুর্নীতি, চুরি ও ক্ষমতার অপব্যবহার থেকে ফিরিয়ে আনতে পারবে না।”