পাকিস্তান ও ইরান আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ৮ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য নির্ধারণ করেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ইসলামাবাদ সফরকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
ইসলামাবাদে পাকিস্তানের ফেডারেল বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান এবং ইরানের শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আতাবাকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এই লক্ষ্য নির্ধারণ করা হয়। উভয় দেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের গতি ত্বরান্বিত করার ব্যাপারে সম্মত হয়।
পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বলেন, ‘ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ত্বরান্বিত করতে এবং ভৌগোলিক নৈকট্যকে অর্থনৈতিক সুবিধায় রূপান্তর করার সময় এসেছে।’
বৈঠকে কৃষি, জ্বালানি, পশুপালন, সরবরাহ ও তথ্যপ্রযুক্তি সেবা খাতে সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সীমান্ত সুবিধা ও বাণিজ্য করিডোরগুলো আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। মন্ত্রীরা পাকিস্তান-ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের আসন্ন অধিবেশন দ্রুত আয়োজনের বিষয়ে একমত হন।
জাম কামাল খান পাকিস্তান-ইরান সম্পর্ককে *‘বাণিজ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের প্রতীক’ বলে অভিহিত করে বলেন, ‘ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক জোরদারে অর্থনৈতিক সহযোগিতা অপরিহার্য। দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক আঞ্চলিক স্থিতিশীলতা আনতে সহায়ক হতে পারে।’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, *‘অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য, বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এই সম্পর্ক গড়ে উঠেছে।’*
প্রেসিডেন্ট পেজেশকিয়ান পারস্পরিক স্বার্থে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন। রবিবার তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পাকিস্তান সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং ইরানি প্রতিনিধিদলকে ফেডারেল মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান প্রধানমন্ত্রীর বাসভবনের লনে একটি চারাগাছ রোপণ করেন। দুই দিনের রাষ্ট্রীয় সফরে তিনি পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারিসহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
এদিকে ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির-জাদেহ ইসলামাবাদে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা এবং প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
এই সফরের মধ্য দিয়ে পাকিস্তান-ইরান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে উভয় দেশ আশা প্রকাশ করেছে।