বৃহস্পতিবার , ৩১ জুলাই ২০২৫ | ১৭ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিশ্বের ৪০টি দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা ফি মওকুফ করছে শ্রীলঙ্কা

প্রতিবেদক
Probashbd News
জুলাই ৩১, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ

Spread the love

পর্যটক বৃদ্ধির লক্ষে শ্রীলঙ্কা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও ভারতসহ বিশ্বের ৪০টি দেশের ভ্রমণকারীদের জন্য ভিসা ফি মওকুফ করেছে। এর মধ্যদিয়ে এসব দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কা ভ্রমণ আরও সহজ হবে মনে করা হচ্ছে।

অর্থনীতি পুনরুদ্ধানের লক্ষে সম্প্রতি পর্যটন উন্নয়নে বাড়তি নজর দিয়েছে শ্রীলঙ্কা। এর অংশ হিসেবে দেশের পর্যটন স্থানগুলো উন্নয়নের পাশাপাশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় এবার বিশ্বের ৪০টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফি মওকুফ করা হলো।

ট্রাভেল অ্যান্ড লেইজার এশিয়ার এক প্রতিবেদন মতে, গত সপ্তাহে শ্রীলঙ্কার সরকার ভিসা ফি মওকুফ বিষয়ক সিদ্ধান্ত অনুমোদন করে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ এই পদক্ষেপের কথা নিশ্চিত করেন।

তিনি জানান, এই সিদ্ধান্তের ফলে সরকারের কিছু আর্থিক ক্ষতি হতে পারে। তবে তিনি মনে করেন, বেশি পর্যটক এলে সেই ক্ষতি পুষিয়ে যাবে।

এর আগে ভারত, চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও জাপান- এই সাত দেশের জন্য ভিসা ফি মওকুফ সুবিধা চালু ছিল। ২০২৩ সালের মার্চ মাস থেকে এই সাত দেশের নাগরিকদের জন্য বিনামূল্যে ৩০ দিনের পর্যটন ভিসা প্রদান করছে।

প্রাথমিকভাবে ছয় মাসের পাইলট প্রোগ্রামটি পরে সম্প্রসারিত করা হয়। ওই কর্মসূচি আরও বাড়ানো হল। তালিকায় যুক্ত হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ইরান ও পাকিস্তানসহ আরও বেশ কয়েকটি দেশ।

এখন যারা দক্ষিণ এশিয়ার বাইরে থেকে শ্রীলঙ্কায় ভ্রমণে যায়, তাদের ৫০-৬০ ডলার পর্যন্ত ভিসা ফি দিতে হয়। নতুন নিয়ম চালু হলে এই খরচের আর প্রয়োজন হবে না।

শ্রীলঙ্কা সরকার চলতি বছর দেশটিতে ৩০ লাখ পর্যটকের আগমন নিশ্চিত করে ৫ বিলিয়ন ডলার আয়ের পরিকল্পনা করেছে। গত বছর দেশটিতে ভ্রমণ করেছিল প্রায় ২০ লাখ ৫০ হাজার পর্যটক এবং সেখান থেকে আয় হয়েছিল প্রায় ৩ বিলিয়ন ডলার। শ্রীলঙ্কা ভ্রমণ করা বিদেশি পর্যটকদের সংখ্যায় ভারত প্রথম স্থানে রয়েছে। তালিকায় এর পরই রয়েছে যুক্তরাজ্য ও রাশিয়া। সূত্র: এনডিটিভি।

 

সর্বশেষ - গ্রাম বাংলা

Translate »