মঙ্গলবার , ২ নভেম্বর ২০২১ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

‘প্রধানমন্ত্রীর বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ডেই ভালো মানাতো ইমরানকে’

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
‘প্রধানমন্ত্রীর বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ডেই ভালো মানাতো ইমরানকে’

Spread the love

প্রধানমন্ত্রী হওয়ার বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো পদে থাকলেই ভালো করতেন ইমরান খান বলে কটাক্ষ করেছেন সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ। তিনি বলেছেন, আমি আগেও বলেছি, প্রধানমন্ত্রী ইমরান খান পিসিবিতে কাজ করলেই ভালো হতো। এখন শুনছি ইমরান খান দাবি করছেন, তার কারণেই টি-টোয়েন্টিতে পাকিস্তান ক্রিকেট দল ভালো খেলছে।

সোমবার নুরিয়াবাদ বিদ্যুৎকেন্দ্র অর্থপাচার মামলায় শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান সরকারের কড়া সমালোচনা করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মুরাদ। তিনি বলেন, সবাই জানে ইমরান খানের দল পিটিআই কীভাবে ক্ষমতায় এসেছে। এখন দলটির লোকজন নির্বাচনী জামানত বাজেয়াপ্ত করবে, কারণ ইমরান ও তার দলের স্রোত একেবারেই উল্টে গেছে।

পাকিস্তানে রাজনৈতিক সংকট থেকে সম্প্রতি নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) বিক্ষোভ-সহিংসতায় বেশ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১১জন নিহত হন। সহিংসতা বন্ধে টিএলপির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ইমরান খানের সরকার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সিন্ধুর মুখ্যমন্ত্রী বলেন, সরকারের অদক্ষতার কারণেই মানুষ মারা যাচ্ছে। সূত্র : জিও নিউজ।

সর্বশেষ - প্রবাস

Translate »