পঞ্চগড় থেকে আবু বক্কর সিদ্দিক।পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মোট ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ১১ নভেম্বর । এ নিয়ে ভোটারদের জল্পনা কল্পনার শেষ নেই।নিজ নিজ এলাকার চেয়ারম্যান ও মেম্বার পার্থীদের নিয়ে রয়েছে নানা ধরনের হিসাব নিকাশ।
আর এ সব আলোচনা নিয়ে এখন চায়ের কাপে ঝড় উঠছে।২ নভেম্বর মঙ্গলবার উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়নের শালবাহান রোড বাজারে একটি চায়ের দোকানে চা খাওয়া ও নির্বাচনি আলাপে মশগুল ছিল বেশ কয় এক জন ভোটার।নিজ এলাকার প্রার্থীর কেউ করছেন প্রসংসা আবার অন্য কেউ বদনাম করে এগিয়ে রাখছেন তাদের পছন্দ প্রার্থীকে।শেষ নেই আলাপের।
সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে চায়ের আড্ডা আর ভোটের গল্প।অফিস আদালত আর অলিতে গলিতে রাস্তায় বাড়িতে বাড়িতে এখন শুধু আলোচনা ভোট নিয়ে এ চিএ এখন তেঁতুলিয়া উপজেলার সব ইউনিয়নের হাটে বাজারে। বিশেষ করে শ্রমজীবি মানুষের মধ্যে আলাপ আলোচনা আর চায়ের আড্ডা বেশি মাএায় লক্ষ করা যায়।তবে সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে করছেন ভোট পার্থনা। চার দিকে চলছে প্রচার মাইকিং। পোষ্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো উপজেলা।