পাকিস্তান ভূখণ্ডে বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে চীন। এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। সূত্র: আনাদোলু এজেন্সি।
বুধবার (৭ মে) এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পাকিস্তান-শাসিত কাশ্মীরের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা দুঃখজনক। আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত এবং পাকিস্তান সর্বদা একে অপরের প্রতিবেশী, যাদের আলাদা করা সম্ভব নয়।
এতে আরও বলা হয়, ‘চীন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা বৃহত্তর স্বার্থে উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার জন্যও আহ্বান জানাচ্ছি।
ভারতের এমন হামলার পর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাঁকান ফিদান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনালাপে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
হামলার ঘটনায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও উদ্বেগ প্রকাশ করেছেন। ভারত ও পাকিস্তান—দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি। এছাড়া ভারতের এমন কাজকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে ভারতের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি মিসাইল হামলার জবাবে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।