বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সৌদিতে ২৫ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৬, ২০২৫ ৯:৩১ পূর্বাহ্ণ

Spread the love

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২৫ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেট।

এতে বলা হয়েছে, গত ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে ২৫ হাজার ১৫০ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় ১৭ হাজার ৮৮৬ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ২৪৭ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ১৭ জন রয়েছেন। দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেপ্তার করেছে।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় এক হাজার ৫৫৩ জন গ্রেপ্তার হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ৬৯ শতাংশ, ইয়েমেনি ২৮ শতাংশ এবং বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আরও ৬৩ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ৩৬ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে দেশটিতে ৩৮ হাজার ৬১ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে ৩৫ হাজার ৭৯৫ জন পুরুষ এবং ২ হাজার ২২৬ জন নারী। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ৩০ হাজার ৫২৮ জনকে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে।

পাশাপাশি আরও ২ হাজার ৪২০ জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ে গ্রেপ্তারদের মধ্যে ১২ হাজার ৮ জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে প্রত্যাবাসন করা হয়েছে।মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।

মরু অঞ্চলের দেশ সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যম নিয়মিতভাবে দেশটিতে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিরবচ্ছিন্ন ধরপাকড় অভিযান ও অবৈধ প্রবাসীদের আটকের খবর প্রকাশ করছে। সূত্র: সৌদি গ্যাজেট

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে আগ্রহী রাশিয়া

গর্ভপাত সংক্রান্ত আইনে বদল বাইডেন প্রশাসনের

গর্ভপাত সংক্রান্ত আইনে বদল বাইডেন প্রশাসনের

উত্তর ও মধ্যাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে, নতুন নতুন এলাকা প্লাবিত

উত্তর ও মধ্যাঞ্চলের নদ-নদীর পানি বাড়ছে, নতুন নতুন এলাকা প্লাবিত

ঠাকুরগাঁওয়ে ব্যক্তিগত মালিকানাধীন জমি, খেলার মাঠ দাবীর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

খাবারের যোগান দিতে না পেরে সিংহ নিলামে

সেভেরোডোনেটস্কে ইউক্রেনীয় সৈন্যদের জন্য ‘নরক’ হয়ে উঠেছে: কিয়েভ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: তিনে নেমে গেল ভারত, শীর্ষে পাকিস্তান

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: তিনে নেমে গেল ভারত, শীর্ষে পাকিস্তান

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

এবার পশ্চিমবঙ্গে রাত্রিকালীন কারফিউ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

‘রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও নিতে হবে’

‘রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কেও নিতে হবে’

আল-আকসায় মুসলিমদের প্রবেশ বন্ধ করলো ইসরায়েল

Translate »