মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বিশৃঙ্খলা ঠেকাতে কাল থেকে কঠোর হওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ২৪, ২০২৪ ১০:৩৩ অপরাহ্ণ

Spread the love

দেশের সব শিল্প কারখানা আগামীকাল বুধবার চালু হবে বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশে চলমান শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে শ্রমিক এবং মালিকপক্ষের যৌথ বিবৃতির বিষয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কাল থেকে সব শিল্পকারখানা চালু হবে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এরপরও যদি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তাহলে কিন্তু অন্য ব্যবস্থা নিতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শ্রমিক-মালিকপক্ষের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমরা একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছি। এই সমঝোতা স্মারকে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ সবাই স্বাক্ষর করেছে। সবাইকে এটা মেনে চলতে হবে। অঙ্গীকার করতে হবে যে, এই চুক্তি থেকে আমাদের পিছু হটার কোনো কারণ বা অবকাশ নেই। কোনো বাহানা করা যাবে না।’
আগামীকাল থেকে শিল্পকারখানা সচল দেখতে চান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে নানা মাধ্যমে এই শিল্পটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও হচ্ছে। এই শিল্প যদি বাইরে চলে যায়, তাহলে আমাদের কী হবে, সে বিষয় সবাইকে চিন্তা করতে হবে। আমি একটাই কথা বলব, আইন আপনারা নিজেদের হাতে তুলে নেবেন না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিল্প এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। এটার ব্যত্যয় ঘটলে আপনারাই এর জন্য দায়ী থাকবেন। কারণ আপনারা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। সে সময় আপনারা পিছপা হবো না। এখানে যারা উপস্থিত আছেন সবাই যদি চেষ্টা করেন, তাহলে বিশৃঙ্খলা হবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না।

তিনি আরও বলেন, শ্রমিক ভাই-বোনদের কাছে আবেদন করছি, আপনারা শুধু স্বাক্ষর করলে চলবে না। মনের ভেতর থেকে আসতে হবে যে, এই শিল্পই আমাদের বাঁচাবে। এই শিল্পই আমাদের সবকিছু দিয়ে যাচ্ছে। শুধু আপনাদের নয়, জনগণকেও অনেক কিছু দিয়ে যাচ্ছে। এই শিল্পের ওপর দেড় কোটি নয়, পুরো বাংলাদেশের মানুষ নির্ভরশীল। এজন্য আপনাদের নজর রাখতে হবে।

সর্বশেষ - গ্রাম বাংলা

আপনার জন্য নির্বাচিত
ছয়শ’ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া

ছয়শ’ দিন পর আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া

দাউদ ইব্রাহিমের ডেরায় নতুন ‘লেডি ডন’ ইকরা কুরেশি!

দাউদ ইব্রাহিমের ডেরায় নতুন ‘লেডি ডন’ ইকরা কুরেশি!

প্রথম ফোনালাপেই রাশিয়া নিয়ে যে আলোচনা করলেন বাইডেন-শলৎজ

প্রথম ফোনালাপেই রাশিয়া নিয়ে যে আলোচনা করলেন বাইডেন-শলৎজ

আরোহীসহ রাশিয়ার বিমান আটকে দিলো শ্রীলঙ্কা

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউপিতে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীর দুওসুও ইউপিতে প্রধান মন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠিত

সুপার ফোরে যেতে মুস্তাফিজের দিকে তাকিয়ে বাংলাদেশ

আড়িপাতার আশঙ্কায় ফোন বদলালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

আড়িপাতার আশঙ্কায় ফোন বদলালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাইকোর্ট

পরীমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে: হাইকোর্ট

গাজার একটি জনাকীর্ণ হাসপাতাল পরিদর্শন করে ত্রাণ সংস্থার দলগুলো এক ‘অকল্পনীয়’ পরিস্থিতির বর্ণনা দিয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

Translate »