এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ বিলিয়নেয়ার উদ্যোক্তা পরামর্শ দিয়েছেন যে, তার দেশের নির্বাহী নেতৃত্বে ‘কিছুক্ষণের জন্য’ হলেও সঠিক মাথার অভাব রয়েছে।
বর্তমানে সোশ্যাল মিডিয়া এক্সে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নানা আলোচনা জমে উঠেছে। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের সমর্থকরা নির্বাচনের আগে নিজেদের মধ্যে বিতর্কের জন্য এক্সকেই বেছে নিয়েছেন। এমনই এক পোস্টে এক এক্স ব্যবহারকারী নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণের স্ক্রিনশট আপলোড করেন। ওই বিশ্লেষণের শিরোনাম ছিল ‘যুক্তরাষ্ট্রের কী আসলেই একজন প্রেসিডেন্ট দরকার আছে?’ এর জবাবে ইলন মাস্ক বলেন, এটি একটি দারুণ প্রশ্ন। কিন্তু আসলে বহুদিন ধরেই আমাদের কোনো প্রেসিডেন্ট নেই।
নিউইয়র্ক টাইমসে সামাজিক রক্ষণশীল কলামিস্ট রস ডাউথ্যাট তার লেখায় বলেন, আমেরিকান সমাজে প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে অন্যান্য লেখকদের সাথে বিতর্ক করে, একজন অকার্যকর রাষ্ট্রপতিকে নির্বাহী শাখায় অন্যদের দ্বারা সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা যায় কিনা, এই জাতীয় ‘নেতা’র অভাব রয়েছে। সিদ্ধান্ত গ্রহণ, জবাবদিহিতা এবং অন্যান্য বিষয়ে। ওই বিশ্লেষণেও তিনি বর্তমানে মার্কিন প্রশাসন যে অকার্যকর হয়ে পড়েছে, সেই দৃষ্টিকোণটি তুলে ধরেন।
গত মাসের শেষ দিকে সরাসরি বিতর্ক করেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। ওই বিতর্কে ট্রাম্পের কাছে ধরাশায়ী হন জো বাইডেন। এরপর থেকে নিজ দলের মধ্য থেকেই চাপের মুখে পড়েন তিনি। নির্বাচন থেকে তার সরে যাওয়ার দাবিও উঠেছে জোরেশোরে। তবে ডাউথ্যাট এই বিতর্কের বহু আগে থেকেই বলে আসছিলেন যে, ডেমোক্রেটদের উচিৎ জো বাইডেনকে সরিয়ে অন্য কাউকে প্রেসিডেন্ট প্রার্থী করা। কারণ আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসে একজন বুদ্ধিমান প্রেসিডেন্ট থাকা অবিশ্বাস্যভাবে বিপজ্জনক হবে – এবং কেবল ডেমোক্রেটদের ভয়ে নয় যে তিনি ট্রাম্পের কাছে হেরে যেতে পারেন।’