বাংলাদেশ থেকে ইতালির ওয়ার্ক ভিসায় আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে ভিএফএস গ্লোবাল। গেল ২ মে থেকে ১০ হাজার ২১৪ টি ইতালি ভিসা অ্যাপয়েন্টমেন্টের আবেদন বুকিং প্রক্রিয়া সম্পন্ন করেছে ভিএফএস। সোমবার (৩ জুন) ভিএফএস গ্লোবাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, “২ মে মাস থেকে নতুন ইমেল-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ১১ হাজার ৮২১ টি অ্যাপয়েন্টমেন্টের আবেদন প্রক্রিয়া করা হয়েছে। সফলভাবে ১০ হাজার ২১৪ অ্যাপয়েন্টমেন্ট বুকিং দেয়া হয়েছে। এছাড়া সমস্ত প্রাপ্ত ই-মেইল প্রক্রিয়াকরণ অব্যাহত রয়েছে, এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দের প্রক্রিয়া চলছে।”
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, “আবেদনকারীদের ধৈর্য ধরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে কারণ এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ই-মেইল জমা পড়েছে। দূতাবাস তাদের ই-মেইল যথাযথভাবে পরীক্ষা এবং নিয়ন্ত্রণ করছে।”
বিভিন্ন ই-মেইল আইডি ব্যবহার করে একই আবেদনকারীদের একাধিক আবেদন জমা দেয়ার কারণে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রক্রিয়াটি বেশি সময় নিচ্ছে, যার ফলেই-মেইলের উত্তরে দেরি হচ্ছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ভিএফএস গ্লোবাল বিজ্ঞপ্তিতে আরো জানায়, আবেদনকারীর নুল্লা ওস্তা বৈধ হলে ই-মেইল পাওয়ার দিনে তাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট রাখা হয়। এছাড়া যদি বৈধ নুল্লা ওস্তা হয় তাহলে ই-মেইল করার পর তার মেয়াদ শেষ হবে না।
এছাড়া যে সমস্ত আবেদনকারীরা অসম্পূর্ণ বা ভুল নুল্লা ওস্তা জমা দিয়েছেন তারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। তবে তাদেরকে পরামর্শমূলক ই-মেইল করা হবে, তাদের নিয়োগকর্তাদের সাথে যোগাযোগ করার জন্য।