ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৪৯০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৭৪ হাজার ৮৮৯ জন।
বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৭৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০২ জন।
গত বছরের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের মারাত্মক আক্রমণে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৩২ হাজার ৪৯০ জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
এ ছাড়া, নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। ধারণা করা হচ্ছে, বিভিন্ন স্থাপনার নিচে চাপা পড়ে তাদেরও প্রাণহানি হয়েছে।
গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা আশ্চর্যজনকভাবে ইসরাইলে হামলা চালায়। এরপরেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইলি বাহিনী। যা এখনও অব্যাহত আছে। হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। পানি, খাবার ও নিরাপদ স্থানের অভাবে উপত্যকাটির বাসিন্দারা মৃত্যুর দ্বারপ্রান্তে।







