নিজ মাতৃভূমি ছেড়ে প্রবাসে আসার পরে যে কষ্টটি সর্বপ্রথম সইতে হয় তাহলে ভাষা না জানার কষ্ট, প্রবাসীরা প্রথমেই হোঁচট খান ভাষাগত কারণে। বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্ন ভিন্ন ভাষা শুনে ফ্যালফ্যাল করে চেয়ে দেখা ছাড়া আর প্রথমবার বিদেশের মাটিতে আসা ব্যক্তিটির আর কোনো উপায় থাকেনা। তারপর কাজ নিয়ে শুরু হয় নতুন বিপত্তি। দেশ থেকে আসার আগে যাদের মাধ্যমে প্রবাসে পাড়ি জমান, তাদের কথা আর কাজে মিল খুঁজে পাননা অনেকেই। বিশেষ করে দালালচক্রের লোভনীয় প্রস্তাবে পড়ে ক্ষতিগ্রস্ত হন বেশিরভাগ বাংলাদেশিরা। কয়েক লাখ টাকা গচ্চা দেওয়ার পর দেশে ফিরে যাবারও কোনো উপায় থাকেনা অসহায় প্রবাসীদের। সে সময় পরিবার পরিজন থেকে শুরু করে সবার জন্যই বোঝা হয়ে দাড়ান সেই ব্যক্তিটি।
যদি কোনো বাংলাদেশি মধ্যপ্রাচ্যে পাড়ি জমান তাহলে তাকে ভোর ৫টায় ঘুম কাজে বেরিয়ে পড়তে হয়। তাকে সারাদিন মরুভূমির দেশে ৩৫ থেকে ৪০ ডিগ্রি কখনো কখনো ৪৫ থেকে ৫০ ডিগ্রি তাপমাত্রার প্রচণ্ড গরম সহ্য করে কাজ করে যেতে হয়। মাস শেষে যথাযথে সময়ে অনেকে বেতনও পান না। রীতিমতো যুদ্ধ করতে হয় বেতনের জন্য অনেককে। দুই থেকে তিন মাসের বেতন রেখে দেয় অনেক কোম্পানি, অনেক কোম্পানি আবার পুরো বেতন না দিয়ে প্রতি মাসে বেতন থেকে কিছু কেটে রেখে দেন। অবশিষ্ট বেতনের টাকা থেকে নিজের খাওয়া-দাওয়ার জন্য যা না রাখলেই নয় সেটা রেখে বেতনের পুরো টাকা দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেন।
প্রবাসীরা পরিবার-পরিজনসহ নিজের জন্মভূমির প্রতি কতটা আবেগপ্রবণ তা প্রবাসী হওয়ার আগে কারো পক্ষেই বোঝা সম্ভব নয়। নিজের আরাম-আয়েশের কথা ভুলে গিয়ে প্রবাসীরা আপনজনের মুখে হাসি ফোটান। প্রবাসীদের হাসির পেছনে লুকিয়ে থাকে শত লাঞ্চনা-বঞ্চনা, পাওয়া-না পাওয়ার করুণ কান্না। বেশিরভাগ ক্ষেত্রে তাদের মনের কথা পরিবার-পরিজন জানতে চাননা। তারা সংসারের ঘানিই টেনে যান প্রতিনিয়ত।
প্রবাসীরা নির্দিষ্ট অঙ্কের একটা বেতন পান এটা পরিবার ও স্বজনেরা অনেক সময় মানতেই চান না। তারা ভাবেন, প্রবাসে থাকা ব্যক্তিটি অগাধ আয় করছেন। সংসার খরচ, ভাইবোনসহ সন্তানের লেখাপড়া, বিভিন্ন জিনিসপত্রের আবদার, ভাইয়ের চাকুরি, বোনের বিয়ে, পারিবারিক ঝামেলা, নতুন ঘরবাড়ি সবকিছু মিলিয়ে টাকার মেশিনে পরিণত হতে হয় প্রত্যেক প্রবাসীকে। তার উপর বিদেশে থাকার সুবাদে বন্ধুবান্ধবের ফরমায়েশি নানান চাওয়াও পূরণ করতে হয়। অনেক সময় কারো চাওয়া পূরণ না হলে সেই প্রবাসীকে মিথ্যাবাদীর অপবাদও সইতে হয়। প্রবাসীদের কষ্ট কেউ বোঝেনা মনের কষ্ট মনে লুকিয়ে নীরবে চলতে হয় এরই নাম প্রবাস জীবনগ।