রাজধানীসহ সারাদেশে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অনেকে মারাও যাচ্ছে। এর ফলে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৫৫৫ জন।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ঢাকায় ৬১৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৯৩৮ জন। ইতিমধ্যে, সারাদেশে হাসপাতাল থেকে মোট 2,760 জন ডেঙ্গু রোগী ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালের ৬৮১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালের ২ হাজার ৭৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় ৯ জন এবং ঢাকার বাইরে চারজন মারা গেছেন। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট এক হাজার ৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০০ জন ঢাকায় এবং ৪০৯ জন ঢাকার বাইরে।
চলতি বছরের 10 অক্টোবর পর্যন্ত মোট 228,779 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮৯ হাজার ৪৬০ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৩৯ হাজার ৩১৯ জন।এ বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ২ লাখ ১৯ হাজার ৬৮ জন ডেঙ্গু রোগীকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ৮৬ হাজার ৭৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালের ১ লাখ ৩২ হাজার ৯৯১ জন ছাড়পত্র পেয়েছেন।
বর্তমানে সারা দেশে মোট ৮ হাজার ৬০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। ঢাকায় ২ হাজার ৬৮৩ জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৯১৯ জন। আরও বলা হয়, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার হার ৯৬ শতাংশ। হাসপাতালে ভর্তির হার চার শতাংশ এবং মৃত্যুর হার ০.৫ শতাংশ। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬২ হাজার ৩৮২ জন রোগী ভর্তি হয়েছেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা গেছেন।