মঙ্গলবার , ৭ মার্চ ২০২৩ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

সদর উপজেলার প্রথম ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন হলো নারগুন

প্রতিবেদক
Probashbd News
মার্চ ৭, ২০২৩ ৩:৫৮ পূর্বাহ্ণ

Spread the love

নবীন হাসান :ঠাকুরগাঁও সদর উপজেলার প্রথম ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন হলো ১৬ নং নারগুন ইউনিয়ন। সোমবার ১৬ নং নারগুন ইউনিয়ন পরিষদের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ( আইএলও) এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা সভা অনুষ্ঠিত হয় । সভায় ১৬ নং নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিডব্লিউজি এর সভাপতি সেরেকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান । বক্তব্য রাখেন নারগুন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সত্যেন্দ্রনাথ রায়,নারগুণ আলিম মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম,প্রধান শিক্ষক মকবুল হোসেন, নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, নারগুন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোবারক আলী দুলাল, , ইউনিয়ন পরিষদ সদস্য নুরুন্নবী নুরু,সিএলএমএস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও ইএসডিও উন্নয়নকর্মী মোস্তফা কামাল, ঠাকুরগাঁও সদর উপজেলা সিএলএমএস প্রকল্পের ম্যানেজার তাহামিনা ইয়াসমিন প্রমুখ। এছাড়াও সভায় শিশুদের পরিবার, দোকান মালিক , শিক্ষক, সুশীল সমাজ, ট্রেড ইউনিয়ন প্রতিনিধি, ইউপি সদস্য এবং সাংবাদিকসহ সিডব্লিউজির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সিডব্লিউজি এর সভাপতি ও ১৬ নং নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন ইএসডিও সিএলএমএস প্রকল্পের প্রচেষ্টায় এবং স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় আজ থেকে ১৬ নং নারগুন ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম মুক্ত ইউনিয়ন ঘোষণা করছি। পরবর্তীতে নতুন করে কোনো শিশু যেন কোন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত না হয় সে ব্যাপারে সকলে সোচ্চার থাকারও আহ্বান করেন তিনি। এ সময় শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উল্লেখ্যযে, সিএলএমএস প্রকল্পের সহায়তায় নারগুন ইউনিয়ন পরিষদ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি কমিউনিটি ওয়াচ গ্রুপ গঠন করে এলাকা জরিপের মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত ১৬ জন শিশু চিহ্নিত করা হয়।পরে জরিপকৃত শিশুর মধ্যে ১৪ বছরের কম বয়সী ১৫ জন শিশুকে স্কুলগামী এবং ১৭ বছর ৬ মাসের ঊর্ধ্বে ১ জন শিশুকে ভোকেশনাল প্রশিক্ষণের আওতায় নিযুক্ত করা হয়েছে।

সর্বশেষ - প্রবাস