প্রবাসী শ্রমিকরা আমাদের ঈশপের উপকথার সেই হাস যা সোনার ডিম দেয়। তারা বছরের পর বছর তারা এই কাজটি করে যাচ্ছে, আমাদের কাছ থেকে কোন সাহায্য ছাড়াই। ক্রমাগত অপমান সহ্য করেই তারা এই কাজটি করে যাচ্ছে- মহামারী এবং চলমান যুদ্ধকালীন চাকরি এবং আর্থিক ক্ষতি সত্ত্বেও। পরিবার ও দেশের প্রতি তাদের ভক্তি অতুলনীয়।
বিলিয়ন বিলিয়ন বৈদেশিক মুদ্রার জন্য সরকার এক টাকাও খরচ করে না। প্রবাসীরাই এই টাকা পাঠায়। বিদেশে যাওয়ার সময় সব ধরনের ফি, ঘুষ এবং অত্যধিক বিমান ভাড়াতো আছেই। এর আগে দালালরা তাদের কাছ থেকে অনেক টাকা নিয়ে নেয়।
সম্প্রতি বাংলাদেশ সরকার রিজার্ভ থেকে শ্রীলংকাকে ৫০০ মিলিয়ন ডলার দিয়ে সহায়তা করেছে। একজন বাংলাদেশী হিসাবে, এটি আমাদের গর্বিত করে যে আমাদের এখন প্রতিবেশীকে সাহায্য করার ক্ষমতা আছে, কিন্তু আমরা কি সেই রিজার্ভের একটি ভগ্নাংশ ব্যয় করতে পারি না, প্রবাসীদের কল্যাণের জন্য?