যুক্তরাষ্ট্র জুড়ে সম্প্রতি বন্দুক হামলার ঘটনা বেড়েছে। গত মাসে অন্তত ১০টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে যাতে এক ডজনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। স্বয়ং প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে অস্ত্র আইন কড়াকড়ি করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সিনেটে ডেমোক্র্যাটদের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এককভাবে বন্দুক নিয়ন্ত্রণ আইন করা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে নিউ ইয়র্ক রাজ্যে একটি আইন পাশ হয়েছে যাতে বলা হয়েছে, ২১ বছরের নিচে কারো কাছে অস্ত্র বিক্রি করা যাবে না।
গত ৬ জুন নিউ ইয়র্কে আগ্নেয়াস্ত্র ব্যবহার আইনে সংশোধন আনার জন্য একগুচ্ছ বিলে সই করেছেন ডেমোক্র্যাট নেত্রী ক্যাথি হোচুল। যার মধ্যে অন্যতম হলো সেমি-অটোম্যাটিক রাইফল কেনার ব্যাপারে বয়স বাড়ানো। এর আগে নিউ ইয়র্কের কোনো নাগরিক ১৮ বছর বয়স হলেই আগ্নেয়াস্ত্র কিনতে পারতেন। নতুন আইনে সে বয়স বাড়িয়ে ২১ বছর করা হয়েছে। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র কেনার জন্য এবার থেকে বিশেষ অনুমতিও লাগবে। সেই সঙ্গেই বদল আনা হয়েছে আরো কয়েকটি আগ্নেয়াস্ত্র সংক্রান্ত আইনে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে একটি সুপার মার্কেটে বন্দুকধারীর গুলিতে অন্তত ১০ জন নিহত হন এবং আহত হন আরো বেশ কয়েক জন। হামলায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সি একজনকে চিহ্নিত করে পুলিশ। এরপরই নড়েচড়ে বসে নিউ ইয়র্ক প্রশাসন। মেয়র ক্যাথি হোচুল এ সংক্রান্ত ১০টি বিলে স্বাক্ষর করেছেন যেখানে বন্দুক হামলা বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রাদেশিক সিনেটে নতুন বিল পাশ হওয়ার পর গভর্নর ক্যাথি হোচুল বলেন, সুতরাং এখন থেকে ১৮ বছর বয়সি কেউ নিউ ইয়র্কে তার জন্মদিনে কিংবা অন্য কোনো পার্টিতে গেলে এরআর-১৫ নিয়ে হাঁটতে পারবে না। এর মাধ্যমে বন্দুক সহিংসতা কমবে বলে তিনি মনে করেন। —সিবিএস নিউজ