পটুয়াখালীর সমুদ্র সৈকত কুয়াকাটার বীচ উন্নয়নে বালি ভর্তি জিও টিউব ও জিও ব্যাগ ব্যবহার করায় দিন দিন সৈন্দয্য হারাচ্ছে সমুদ্র সৈকত। আর জিও টিউব এবং জিও ব্যাগ ভর্তি করার জন্য বাহির থেকে বালি এনে কাজ করার কথা থাকলেও সৈকতের বালি ব্যবহার করেই চলছে উন্নয়ন কাজ। এতে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন আগত পর্যটকরা। পটুয়াখালী প্রতিনিধি মহিব্বুল্লাহ্ চৌধুরীর রিপোর্ট।
বর্ষা ওমসুমে উত্তাল সাগরের ঢেউ আছরে পরে সাগর পাড়ে। এ কারনে বিগত কয়েক বছর ধরে সমুদ্র সৈকতে বালি ভর্তি জিওব্যাগ এবং জিও টিউব বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। তবে বাস্তবে এর সুফল মিলছে না উল্টো দিন দিন সৈকতের সৈন্দয্য নস্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে এ বছরও পানি উন্নয়ন বোর্ড এর কলাপাড়া ডিভিশন ২ কোটি ৬০ লাখ টাকা প্রাক্কলিত ব্যায়ে দুই কিলোমিটার এলাকায় আবারও জিও টিউব এবং জিও ব্যাগ স্থপন করছে। তবে এসব টিউবে নির্দিষ্ট মানের বালি ভরার কথা থাকলেও বাস্তবে সৈকতের বালি দিয়েই টিউব এবং জিও ব্যাগ ভরাট করা হচ্ছে। ফলে সৈকতের বিভিন্ন পয়েন্ট ছোট বড় গর্তের সৃষ্টি হচ্ছে। এতেকরে আগত পর্যটকরাও এ বিষয়ে হতাশা ব্যক্ত করেছেন।
তবে ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ধারিত পরিমাপের বালু দিয়ে কাজ করার কথা। এ ক্ষেত্রে সৈকতের বালু ব্যবহারের কোন সুযোগ নেই। তবে অভিযোগের বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন বলে জানান এই কর্মকর্তা।
কুয়াকাটা সমুদ্র সৈকতের ভাঙ্গন প্রতিরোধের অজুহাতে এ ধরনের অপরিকল্পিত উন্নয়নে প্রতি বছর সরকারের যেমন কোটি কোটি টাকা অর্থ অপচয় হচ্ছে তেমনি কুয়াকাটা সমুদ্র সৈকত দিন দিন জরাজীর্ন সৈকতে পরিনত হচ্ছে বলে মনে করেন পর্যটকরা।