বুধবার , ২৩ মার্চ ২০২২ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

বাংলাদেশের বিজ্ঞানীরা ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার করেছেন

প্রতিবেদক
Probashbd News
মার্চ ২৩, ২০২২ ১:০৪ অপরাহ্ণ

Spread the love

বাংলাদেশের বিজ্ঞানীরা ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কার করেছেন। অন্ত্রের ক্ষারীয় ফসফেটেস (IAP) এর ঘাটতি এই রোগের অন্যতম প্রধান কারণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান বলেন, বাংলাদেশে ১৫ শতাংশ ডায়াবেটিসের কারণ বংশগত। “এই ডায়াবেটিস প্রতিরোধে আমাদের কিছুই করার নেই। কিন্তু, বাকি ৮৫ শতাংশ ডায়াবেটিস আইএপি-সম্পর্কিত কারণে মানুষের দ্বারা তৈরি হয়। যাদের আইএপি কম তাদের ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি। এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এই আবিষ্কার প্রমাণ করে যে বাংলাদেশের বিজ্ঞানীরাও বড় ধরনের কাজ করতে সক্ষম,” বলেন তিনি।

অধ্যাপক খান আরও বলেন, বিশ্বে এখন প্রায় ৪৬ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশে ৮.৬ মিলিয়নেরও বেশি ডায়াবেটিসে আক্রান্ত। তিনি বলেন, “এত বিপুল সংখ্যক মানুষ কেন এই রোগে আক্রান্ত হয় তার পেছনে অনেক কারণ রয়েছে। তবে বাংলাদেশি বিজ্ঞানীরা এই রোগের একটি নতুন কারণ আবিষ্কার করেছেন।”

বারডেম, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি দল গবেষণায় জড়িত ছিল।

 

 

সর্বশেষ - প্রবাস