শুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

মূলধন বাড়লো আরও ৬ হাজার কোটি টাকা

প্রতিবেদক
Probashbd News
সেপ্টেম্বর ৩, ২০২১ ১২:৩১ অপরাহ্ণ
মূলধন বাড়লো আরও ৬ হাজার কোটি টাকা

Spread the love

আগেই রেকর্ড সৃষ্টি হওয়া বাজার মূলধন ও মূল্যসূচক গত সপ্তাহে আরও উচ্চতায় পৌঁছেছে। গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই ঊর্ধ্বমুখী ছিল পুঁজিবাজার। এতে সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৬ হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। আর পাঁচ সপ্তাহে ডিএসইর মোট বাজার মূলধন বেড়েছে ২৯ হাজার কোটি টাকারও বেশি।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৫ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি টাকা। অর্থাৎ, গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ৬ কোটি ২০৬ কোটি টাকা।

আগের চার সপ্তাহে বাজার মূলধন বাড়ে ২৩ কোটি ১০৫ কোটি টাকা। এ হিসেবে টানা পাঁচ সপ্তাহের উত্থানে বাজার মূলধন বাড়লো ২৯ হাজার ৩১১ কোটি টাকা। এতে ডিএসইর বাজার মূলধন এযাবতকালের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে।

বাজার মূলধন বাড়া বা কমার অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মিলিতভাবে ওই পরিমাণ বেড়েছে বা কমেছে। অর্থাৎ, বাজার মূলধন বাড়লে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ বেড়ে যায়।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৪টির। আর ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১২৯ দশমিক ৭৪ পয়েন্ট বা ১ দশমিক ৮৯ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৯০ দশমিক ৭০ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ। এর মাধ্যমে দেশের পুঁজিবাজারের ইতিহাসের শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স।

মূল্যসূচকের ভুল গণনা বন্ধ করতে ২০১৩ সালের ২৭ জানুয়ারি নতুন সূচক ডিএসইএক্স চালু করে ডিএসই। ৪০৫৫ দশমিক ৯০ পয়েন্ট দিয়ে শুরু হওয়া সূচকটি এখন ৬ হাজার ৯৮১ দশমিক শূন্য ৬ পয়েন্ট অবস্থান করছে।

প্রধান মূল্যসূচক নতুন উচ্চতায় পৌঁছানের পাশাপাশি গত সপ্তাহে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকও এখন ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে রয়েছে। গত সপ্তাহে এ সূচকটি বেড়েছে ৪৩ দশমিক ৪১ পয়েন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২৯ দশমিক ৮৯ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ।

অপরদিকে ইসলামী শরিয়াহ ভিত্তিতে পরিচালিত কোম্পানি নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচকও ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে অবস্থান করছে। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ২১ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ৪৪ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ২৫ দশমিক ৮৬ পয়েন্ট বা ১ দশমিক ৭৭ শতাংশ।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ২ হাজার ২৩৪ কোটি ২২ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ২ হাজার ৬০৮ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৩৭৪ কোটি ২৬ লাখ টাকা বা ১৪ দশমিক ৩৫ শতাংশ।

আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮ হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১৩ হাজার ৪২ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ৪ হাজার ১০৫ কোটি ৫৪ লাখ টাকা বা ৩১ দশমিক ৪৮ শতাংশ। গত সপ্তাহে শেয়ারবাজারে এক কার্যদিবসে কম লেনদেন হওয়ায় মোট লেনদেন বেশি হারে কমেছে।

গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫২৬ কোটি ৭২ লাখ ৬০ হাজার টাকা, যা মোট লেনদেনের ৫ দশমিক ৮৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার লেনদেন হয়েছে ২৯৮ কোটি ২১ লাখ ৭৮ হাজার টাকা। ১৬৩ কোটি ৪০ লাখ ৭৫ হাজার টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

এছাড়া লেনদেনে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোবাকো, শাহজীবাজার পাওয়ার, ম্যাক্সসন স্পিনিং, জিপিএইচ ইস্পাত, সাইফ পাওয়ার টেক, লংকাবাংলা ফাইন্যান্স এবং আইএফআইসি ব্যাংক।

সর্বশেষ - প্রবাস

Translate »