সোমবার , ১ নভেম্বর ২০২১ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

ইয়েমেনে মসজিদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ১, ২০২১ ৯:৩২ পূর্বাহ্ণ
ইয়েমেনে মসজিদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু হতাহত

Spread the love

ইয়েমেনের মারিব প্রদেশে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ২৯ জন বেসামরিক হতাহত হয়েছেন। এদের মধ্যে কতজন নিহত হয়েছেন তা পরিষ্কার নয়। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশুও রয়েছে। দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

সোমবার এক টুইট বার্তায় তথ্যমন্ত্রী মুয়াম্মার আল ইরিয়ানি বলেন, হুথিরা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে একটি মসজিদ এবং একটি মাদরাসা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মারিবের গভর্নরের কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় রোববার শেষের দিকে ওই হামলা চালানো হয়েছে। তবে হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে ওই হামলার দায় স্বীকার করা হয়নি।

গত কয়েক মাস ধরেই ইয়েমেন সরকার এবং হুথি বিদ্রোহীদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, মারিবে দু’পক্ষের সংঘর্ষে প্রায় ১০ হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে।

সিরিয়ার উত্তরাঞ্চলে আন্তর্জাতিক স্বীকৃত সরকারের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি ছিল মারিব। কিন্তু ওই এলাকায় এখন সংঘাতপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। ইতোমধ্যেই সেখানে মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে।

ইয়েমেনে দীর্ঘদিনের সংঘাতে দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে। বিশেষ করে হুথিনিয়ন্ত্রিত এলাকায় বিধিনিষেধের কারণে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। জাতিসংঘ বলছে, ওই অঞ্চলের মানুষ বিশ্বের সবচেয়ে তীব্র মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। সেখানে খাদ্য সংকটে পড়েছেন ১ কোটি ৬০ লাখ মানুষ।

২০১৪ সালে সৌদি সমর্থিত সরকারকে সরিয়ে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এরপর ২০১৫ সালের মার্চে ইয়েমেন যুদ্ধে হস্তক্ষেপ শুরু করে সৌদি জোট। হুথিরা বলছে তারা দেশের দুর্নীতি এবং বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে।

সর্বশেষ - প্রবাস

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় পৌঁছেছেন ৫৩ বাংলাদেশি কর্মী

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো

আজ ১২ রবিউল আউয়াল এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার

‘হঠাৎ একজন প্রতিমন্ত্রী কিছু বেফাঁস কথা বলে ফেললেন’

‘হঠাৎ একজন প্রতিমন্ত্রী কিছু বেফাঁস কথা বলে ফেললেন’

করোনায় কর্ম হারানো ২০০ মালয়েশিয়া প্রবাসীকে চাকরি দেবে প্রাণ

করোনায় কর্ম হারানো ২০০ মালয়েশিয়া প্রবাসীকে চাকরি দেবে প্রাণ

টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

টিকাদানে ব্যাপক সাফল্য তুরস্কের, ৮ কোটি জনসংখ্যার ৭ কোটির টিকা সম্পন্ন!

যেভাবে স্মাটফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার,’ ঝুঁকি এড়াবেন কীভাবে?

যেভাবে স্মাটফোনের নিয়ন্ত্রণ নেয় ‘পেগাসাস স্পাইওয়্যার,’ ঝুঁকি এড়াবেন কীভাবে?

সেমিঠাইনালে ওঠা অনিশ্চিত বাংলাদেশ নারী দলের

এখনো রাশিয়া থেকে কয়েকশ কোটি ডলারের পণ্য আমদানি করছে যুক্তরাষ্ট্র

Translate »