আইন লঙ্ঘন করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
সোমবার (৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম।
তিনি বলেন, আইন অনুযায়ী জ্বালানির দাম বাড়ানোর এখতিয়ার একমাত্র বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি)। বিপিসি তেলের দাম বাড়িয়ে আইনটির ৩৪(৪) উপধারা লঙ্ঘন করেছে। আইনের ৪৭ ধারায় আইন লঙ্ঘনের শাস্তির কথাও বলা আছে।
তাই অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে প্রক্রিয়া অনুসারে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিইআরসির কাছে পাঠানোর দাবি জানিয়েছেন ড. শামসুল আলম।