শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

চীনকে টপকে ইইউ’র পোশাক রপ্তানির শীর্ষে বাংলাদেশ

প্রতিবেদক
Probashbd News
ডিসেম্বর ৮, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

Spread the love

চীনকে পেছনে ফেলে ইউরোপীয় ইউনিয়নের বাজারে নিট পোশাক রপ্তানিতে শীর্ষ স্থানে বাংলাদেশ। প্রথমবারের মতো এ স্থান অর্জন করে নিয়েছে বাংলাদেশের পোশাক শিল্প।

ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট জানিয়েছে, ২০২৩ সালের প্রথম ৩ প্রান্তিকে ২৭ দেশের এই ব্লকে বাংলাদেশের নিট পোশাকের রপ্তানিমূল্য ছিল ৮৩১ কোটি ইউরো। একই সময়ে চীনের রপ্তানিমূল্য ছিল ৮২৭ কোটি ইউরো।
তবে বাজারটিতে বাংলাদেশ ও চীন উভয় দেশেরই নিট পোশাক রপ্তানি কমেছে। গত বছরের তুলনায় বাংলাদেশের কমেছে ২০ দশমিক ৯৪ শতাংশ। অন্যদিকে চীনের কমেছে ২১ দশমিক ৫১ শতাংশ।
বাংলাদেশের নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সমিতি (বিকেএমইএ)-র নির্বাহী সভাপতি মো. হাতেম বলেন, আমরা গত বছর ভ্যালুতে নিট রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গেছি। এই বছর আমরা ভ্যালু ও ভলিউমে ছাড়িয়ে গেছি। তবে আমাদের সামনে চ্যালেঞ্জ হচ্ছে এটাকে ধরে রাখা। আমাদের কারখানাগুলো গত এক মাস তীব্র গ্যাস-সংকটে ভুগছে। গ্যাস-সংকট দূর করা না হলে এই সাফল্য ধরে রাখা কঠিন হবে।

ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান বলেন, ইইউ’তে মন্থর চাহিদার মধ্যেই চলতি বছরে প্রথমবারের মতো বাজারটিতে নিটওয়্যার রপ্তানিতে প্রথম স্থান অর্জন হয়েছে বাংলাদেশের। এর প্রধান কারণ, চীন আর এখন লো-এন্ডের পোশাকপণ্য উৎপাদন করে না। অন্যদিকে বাংলাদেশ এই খাতে শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ গড়ে তুলেছে।

জানা যায়, ইউরোপীয় ইউনিয়নে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোক্তা চাহিদা কমে যাওয়ায় রপ্তানি কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নে পোশাক পণ্যের মন্থর চাহিদা অব্যাহত রয়েছে, যার ফলে এই অঞ্চলে বাংলাদেশের পোশাক রপ্তানি বছরওয়ারি হিসাবে ১৭ দশমিক ৬৬ শতাংশ কমে মোট ১ হাজার ৩৬৯ কোটি ইউরো হয়েছে। চীনের মোট রপ্তানিও একই সময়ে ২০ দশমিক ১৭ শতাংশ কমে ১ হাজার ৭১২ কোটি ইউরো হয়েছে। তবে আগামী দিনগুলোতে বড়দিন ও বক্সিং ডের মতো উৎসব সামনে রেখে পশ্চিমা দেশগুলোতে ব্যাপক কেনাকাটা হবে বলে আশা করছেন এ খাতের উদ্যোক্তারা। সে কারণে সামনে রপ্তানি বাড়বে বলে তাদের আশা।

সর্বশেষ - প্রবাস