সোমবার , ২৭ নভেম্বর ২০২৩ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অস্ট্রেলিয়া
  4. আন্তর্জাতিক
  5. আফ্রিকা
  6. আবহাওয়া
  7. আমেরিকা
  8. আয়ারল্যান্ড
  9. ইউক্রেন
  10. ইউরোপ
  11. ইতালি
  12. কানাডা
  13. খেলাধুলা
  14. গ্রাম বাংলা
  15. চিত্র বিচিত্র

দেশে  ২৪ দিনে রেমিট্যান্স এলো সাড়ে ১৬ হাজার কোটি টাকা

প্রতিবেদক
Probashbd News
নভেম্বর ২৭, ২০২৩ ৭:৫৬ অপরাহ্ণ

Spread the love

দেশে ডলার সংকট চলছে দীর্ঘদিন ধরে। এর মধ্যে দুই মাস ধরে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা বেড়েছে। চলতি মাসের প্রথম ২৪ দিনে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি প্রবাসীরা ১৪৯ কোটি ২৯ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৬ হাজার ৪২২ কোটি ৩৪ লাখ টাকা (প্রতি ডলার সমান ১১০ টাকা ধরে)।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, নভেম্বরের প্রথম ২৪ দিনে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা পাঠিয়েছেন ১৩৪ কোটি ডলার সমপরিমাণের রেমিট্যান্স। যা ২৪ দিনে আসা মোট রেমিট্যান্সের ৮৯ দশমিক ৮৬ শতাংশ। একই সময়ে রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের মাধ্যমে প্রবাসীরা ১০ কোটি ৫২ লাখ ডলার সমমূল্যের রেমিট্যান্স পাঠিয়েছেন। বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪ কোটি ১৫ লাখ ডলার। আর দেশে কার্যরত বিদেশি ৬টি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে একই সময়ে ৪৫ লাখ ডলার সমপরিমাণের রেমিট্যান্স এসেছে।বর্তমানে প্রবাসীদের আয়ে ব্যাংকে এক মার্কিন ডলারের দাম ১১০ টাকা। এর ওপর সরকার আড়াই শতাংশ প্রণোদনা দেয়। এখন এক ডলারের বিপরীতে প্রবাসী আয়ে ১২ টাকা ৭৫ পয়সা পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলার। আগের ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ হয়েছিল। যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

সর্বশেষ - প্রবাস

Translate »